Srabanti Chatterjee : চরম সংকটে শ্রাবন্তী! জিমের টাকা হাতিয়ে গায়েব হবার অভিযোগ নায়িকার বিরুদ্ধে

Srabanti Chatterjee : ফের একবার আইনি বিপাকে শ্রাবন্তী (Srabanti Chatterjee)! তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। বলতে গেলে প্রায় সারাবছরই তিনি থাকেন সংবাদের শিরোনামে। আর তা ব্যক্তিগত কারণে। এমনিতেই নিজের বৈবাহিক জীবন নিয়ে তিনি সারাক্ষনই আইনি ঝামেলায় জড়িয়ে আছেন। এমনকি কিছুদিন আগেও ছেলে ঝিনুকের (Jhinuk) কারণে তাকে পুলিশের দ্বারস্থ হতে হয়েছিল। আর এবার ফের একবার গুরুতর অভিযোগ উঠেছে শ্রাবন্তীর বিরুদ্ধে।
Police Complaint Filed Against Srabanti Chatterjee
View this post on Instagram
কিন্তু অভিযোগটি কি তাই ভাবছেন নিশ্চই? এবার শ্রাবন্তীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রতারিত গ্রাহকরা। আশাকরি সকলের নিশ্চই মনে আছে রোশনের (Roshan Singh) সঙ্গে বিচ্ছেদের কয়েকমাসের মধ্যেই শ্রাবন্তী (Srabanti Chatterjee) একটি জিমখানা খুলেছিলেন। তাও আবার মধ্যমগ্রামের (Madhyamgram) স্টারমলে (Star mall)। ২০২০ সালের নভেম্বর মাসে এটি নিজের হাতে উদ্বোধন করেন অভিনেত্রী।
View this post on Instagram
আনোয়ার, অভিষেক, সৌম্য নামের তিন ব্যাক্তির সঙ্গে মিলে এই জিম খুলেছিলেন শ্রাবন্তী। কিন্তু তাহলে হলটা কি? সেই নিয়ে জানা যাচ্ছে যে, আচমকাই নাকি এই জিম বন্ধ হয়ে গিয়েছে। সারা বছরের মোটা টাকা দিয়ে এই জিমে অনেকে ভর্তি হয়েছিলেন। কিন্তু হঠাৎ করে জিম বন্ধ হয়ে যাওয়ায় তারা পড়েছেন বিপাকে। এদিকে কর্তৃপক্ষের কারোর সঙ্গেই তারা যোগাযোগ করতে পারছেন না। আর তাই অবশেষে তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন।
‛দ্য ফিটনেস এম্পায়ার’ নামের মাল্টি জিমের প্রতারিত সদস্যদের বক্তব্য যে, চলতি বছরের শুরুর দিকে অফার দেওয়া হয়েছিল। ১৮০০০ টাকায় সারা বছরের সাবস্ক্রিপশন। তবে, ৭০০০ টাকা দিয়ে ভর্তি হতে হবে। এমনকি পার্সোনাল ট্রেনারের ফি বাবদ দিতে হবে ৪০০০ টাকা। আর সেসব দিয়েই তারা ভর্তি হয়েছিলেন। কিন্তু ভর্তির পর হোলির ছুটি আর তারপরই জিম বন্ধ হয়ে যায়। আর তাতেই রীতিমতো মাথায় হাত পড়েছে তাদের।
View this post on Instagram
ইতিমধ্যেই প্রতারিত সদস্যরা মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওদিকে টাকা না পেয়ে চিন্তায় ঘুম উড়েছে সদস্যদের। এই বিষয়ে শ্রাবন্তী জানিয়েছেন যে, ‛যারা নাম নথিভুক্ত করেছেন তাঁরা নিশ্চয়ই সময়মতো সবকিছু পেয়ে যাবেন। নিশ্চয়ই কোনও কারণ আছে। তার জন্যই জিমটা বন্ধ করা হয়েছে’। তবে, সময়মতো সবাই সব টাকা পেয়ে যাবেন সেই আশ্বাস দিয়েছেন শ্রাবন্তী। এবার দেখার পালা আগামী দিনে কি হয়।