পোখরাজকে কিডন্যাপের অভিযোগে রাধিকাকে গ্রেফতার করলো পুলিশ, ঢাল হয়ে দাঁড়াল ডঃ অনির্বাণ, জমে উঠেছে ‘এক্কা দোক্কা’

পোখরাজকে অপহরণের দায়ভার পড়লো রাধিকার উপর! ফের একবার টানটান উত্তেজনা ‛এক্কা দোক্কা'(Ekka Dokka) ধারাবাহিকে। যদিও রাধিকার এই বিপদে তার পাশে রয়েছে ডঃ অনির্বাণ গুহ। বর্তমানে বেশ চর্চায় রয়েছে এই ধারাবাহিক। ‛মোহর’, ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকের পর আবারও এই ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরেছে প্রতীক সেন। সোনামনি ও প্রতীককে একসঙ্গে দেখে বেশ খুশি হয়েছেন তাদের ভক্তরা।
আর ওদিকে পোখরাজের সঙ্গে রাধিকার সম্পর্ক একপ্রকার শেষের পথেই। যদিও আগেই তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও পোখরাজ নিজের ভুল বুঝতে পেরে রাধিকাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। বরং খালি হাতেই ফিরতে হয়েছে পোখরাজকে। তবে, রাধিকার বাবা এখন পোখরাজদের হাসপাতালে বসেন।
আর সেই নিয়ে পোখরাজের সঙ্গে তার পরিবারের লোকের কম মত বিরোধ হয়নি। আর তাই তার কাকারাই শয়তানি করে তাকে অপহরণ করিয়েছে। আর দোষ ফেলেছে রাধিকার উপর। আর সেই মতোন পুলিশও গিয়ে হাজির হয় রাধিকার কাছে। নানান জিজ্ঞাসাবাদ করার পরেও তাকে থানায় নিয়ে যায়। ওদিকে রাধিকার জন্য পুলিশ কমিশনারের সঙ্গে কথাও বলে রাখে ডঃ অনির্বাণ।
এখানেই শেষ নয়। রাধিকার সঙ্গে সে থানায়ও যায়। ওদিকে দেখা যাচ্ছে যে, কোনো এক গুদাম ঘরে হাত-পা-মুখ বাধা অবস্থায় বন্দি পোখরাখ। তাকে এক গুন্ডা খাবার দিতে এলে সে নাকোচ করে দেয়। আগামীদিনে কি হতে চলেছে ধারাবাহিকে সেটাই এখন দেখার।