নিয়ন্ত্রণ হারালেন পবন সিং, মনিকে বারবার বিছানায় ফেলে রোমান্সে মাতলেন অভিনেতা, দেখে ঘাম ছুটেছে দর্শকদের

বর্তমানে পবন সিং (Pawan Singh) একজন ভোজপুরি ইন্ডাস্ট্রির চেনা মুখ। তার সিনেমা ও গান দর্শকদের ব্যাপক মনে ধরে। যেমন সম্প্রতি ভোজপুরি ‘ওয়ান্টেড’ (Wanted) সিনেমার গান ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে। এই সিনেমায় পবনের সাথে জুটি বেঁধে ছিলেন অভিনেত্রী মানি ভট্টাচাৰ্য (Mani Bhattacharya)। তাদের দুজনকে রোমান্টিক নাচের মধ্যে এবার দেখা গেল।
গানের নাম ‘পালাঙ্গিয়া আয়ে পিয়া’। ভিডিওর শুরুতেই দেখা গেল বন্ধ ঘরের মধ্যে একই খাটে শুয়ে আছে দুজন। দুর্দান্ত নাচে মত্ত হলেন দুজন। মাহির পরনে হলুদ রঙের শাড়ি ও ব্লাউজ। তার আঁচল বুক থেকে নিচে নেমে এসেছে যে কারণে সম্পূর্ণ বক্ষ বিভাজকা ও পেট উন্মুক্ত তার। অনায়েসেই দ্বিগুন উষ্ণতা বাড়িয়েছে ভিডিওতে। শরীরের বিভিন্ন অঙ্গে মাহিকে অনেক চুমু দিতেও দেখা গেল পবন সিংকে।
‘Bhojpuri Hit Gane’ নামের ইউটিউব চ্যানেল থেকে ৯ মাস আগে আপলোড করা হয় এই ভিডিও। এখনো পর্যন্ত ৯৪ লাখ মানুষ দেখে নিয়েছে এই ভিডিও। সাথেই ৩৮ হাজার লাইক ও প্রচুর কমেন্ট এসেছে নেটিজেনদের। সবাই মাহির প্রশংসায় ডুবেছেন। তার শরীরী হিল্লোল তোলা নাচ অনায়েসেই যে কোনো মানুষকে কাবু করতে পারবে। তাই সময় নষ্ট না করে এই ভিডিওটি তাড়াতাড়ি দেখে নিন।