EntertainmentVideoViral Video

সেক্সীয়েস্ট নিধির হট মুভে নিয়ন্ত্রণ হারিয়ে তুমুল রোমান্স পবন সিংয়ের, ভাইরাল ভোজপুরি ভিডিও

ভোজপুরি সিনেমা মানেই উদ্দাম রোমান্স ও গরম করা কিছু সিন্। যে কারণেই অভিনেত্রী নিধি ঝাঁ (Nidhi Jha) এখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। দর্শকরাও তার অভিনয় ও লাস্যময়ীতায় ডুবে গেছেন। আগের থেকে অনেকটাই পরিণত ও রুচিকর সিনেমা তৈরী হয় ভোজপুরি ভাষায়। সেই সুবাদে ভোজপুরি অভিনেতা পবন সিং (Pawan Singh) -কে ভুললে চলবে না। সেখানকার মানুষের কাছে ‘পাওয়ার স্টার’ নামে পরিচিত তিনি। একসাথে এই জুটিকে বহু জায়গায় দেখা গেছে অভিনয় করতে।

আবার তাদের ‘সত্যা’ (Satya) সিনেমার দুর্দান্ত মাখো মাখো একটি গানে অভিনয় করতে দেখা গেল। এই জুটির দুর্দান্ত উষ্ণতায় পরিপূর্ণ একটি গান এবার ভাইরাল (Viral) হয়েছে। গানের নাম ‘লুলিয়া কা মাঙ্গেলে’ (Luliya Ka Mangeke)। গানের মধ্যেকার দুজনের মাখো মাখো রোমান্স কার্যত সব কিছুর উর্দ্ধে। ভিডিওর শুরুতেই ব্যাপক নাচতে শুরু করেন দুজনেই। একদম যেন পাওয়ার প্যাক পারফরমেন্স।

নিধির পরনে লাল শার্ট ও হট প্যান্ট। পাতলা শরীরে তার পেট ও কোমর সম্পূর্ণ দেখা যাছিলো। তার কামুক শরীরের চাহুনি কার্যত পবনকে গরম করে তুলেছে। দুজনেই নাচ ও গানে মত্ত হয়ে উঠেছেন ব্যাপকভাবে। একসময় পবনের কোলে উঠে যায় নিধি। যা অসম্ভবভাবে উষ্ণতা বাড়িয়েছে সকলের। দুজনেই বেশ গভীর চুম্বনে নিযুক্ত হয়েছিলেন। নায়িকার লাস্যময়ী এক্সপ্রেশন দেখে নিজেকে সামলানো দায় হয়ে উঠবে আপনার। নিধিকে একা পেয়ে কার্যত তার শরীর নিয়ে ছিনিমিনি খেলেছেন পবন সিং।

ভাইরাল (Viral) এই গানটি গেয়েছিলেন পবন সিংহ ও হানি বি। ‘Wave Music‘ নামের ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল এই ভিডিও। ৫ বছর পরেও যেন তরতড়িয়ে ভিউজ বেড়েই চলেছে। এর মধ্যেই ১৫ কোটি ভিউজ ছাড়িয়ে গেছে। এখনও পর্যন্ত লক্ষ লক্ষ লাইক ও হাজার হাজার কমেন্ট এসেছে। সাথেই নিধির উদ্দেশ্যে সকলেই প্রশংসার ঝড় তুলেছেন। তবে আপনারা বলতে পারবেন এই সিনেমার ওপর দুই নায়িকার নাম? উত্তর জানা থাকলে প্রতিবেদনের শেষে কমেন্ট করে আমাদের জানান।