EntertainmentVideoViral Video

ঘরের ভিতর মোনালিসার সাথে উষ্ণ রোমান্স অভিনেতা পবন সিংয়ের, ভাইরাল ভিডিও

Advertisement

কথায় আছে পৃথিবীতে ভগবানের সবথেকে অপরূপ সৃষ্টি নাকি নারী। তবে যদি সে কথাই সত্য হয় তাহলে ভোজপুরি অভিনেত্রী মোনালিসা (Monalisa) এক অপরূপা। দীর্ঘদিন যাবৎ তিনি ভোজপুরি, হিন্দি বাংলা সহ বিভিন্ন ভাষায় অভিনয় করে যাচ্ছেন। তার সাথে বহু সিনেমায় দেখা গেছে অভিনেতা পবন সিং (Pawan Singh) -কে। এবারও কিন্তু এই জুটির দুর্দান্ত উষ্ণতায় পরিপূর্ণ একটি গান ভাইরাল (Viral) হয়েছে।

ঘরের ভিতর মোনালিসার সাথে উষ্ণ রোমান্স অভিনেতা পবন সিংয়ের, ভাইরাল ভিডিও

সিনেমার নাম ‘পবন রাজা’ (Pawan Raja) ও গানের নাম ‘দিয়া গুল কারা’ (Dil Gul kara)। গানের মধ্যেই এক বিশেষ মুহূর্ত আছে যা আপনাদের প্রতিবেদনের মধ্যে জানাবো। ভিডিওর শুরুতেই এক খাটে উপস্থিত মোনালিসা ও পবন সিং। দুজনের বিয়ে হয়ে তারা ফুলসজ্জার সময়ে উপস্থিত হয়েছে। শাড়ি থেকে নায়িকার শরীরের গহনা সব কিছুই ধীরে ধীরে নিজে হাতে খুলে ফেললো নায়ক। নায়িকা এবার এক চিলতে কাপড়ে নিজের শরীর মুড়িয়ে রেখেছে।

ঘরের ভিতর মোনালিসার সাথে উষ্ণ রোমান্স অভিনেতা পবন সিংয়ের, ভাইরাল ভিডিও

দুজনেই বেশ গভীর চুম্বনে নিযুক্ত হয়েছিলেন। একসময় সিনেমার দ্বিতীয় নায়িকাকে দেখা যায়। হ্যাঁ এই সিনেমায় অভিনয় করেছিলেন ভোজপুরি আরেক অভিনেত্রী অক্ষরা সিং (Akshara Singh)। তিনিও কার্যত মোনালিসা ও পবনের এই মারাত্মক রোমান্স দেখে নিজেকে ভাবতে শুরু করেন। যে কারণে তারপরে ফুলসজ্জার একই খাটে অক্ষরা ও পবন সিং চুটিয়ে রোমান্স (Romance) করেছেন।

ভাইরাল (Viral) এই গানটি গেয়েছিলেন ইন্দু সোনালী (Indu Sonali) ও পবন সিং নিজে। ‘Wave Music‘ নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ৫ বছর আগে আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ৭২ লক্ষ মানুষ দেখে নিয়েছেন সেই ভিডিও। সাথেই মোনালিসা ও অক্ষরার উদ্দেশ্যে সকলেই প্রশংসার ঝড় তুলেছেন। পুরোনো এই ভিডিওকে যে সাধারণ মানুষেরাই জীবন্ত করে রেখেছে তা বলার দরকার হবে না।