সবুজ প্রকৃতির মাঝে সেক্সিয়েস্ট মোনালিসার হট মুভে নিয়ন্ত্রণ হারিয়ে তুমুল রোমান্স পবন সিংয়ের, ভাইরাল ভিডিও

ভোজপুরি সিনেমা নিয়ে এখন দেশের দর্শকরাও বেশ খোঁজ খবর রাখেন। আগের থেকে অনেকটাই পরিণত ও রুচিকর সিনেমা তৈরী হচ্ছে সেখানে। সেই সুবাদে ভোজপুরি অভিনেত্রী মোনালিসা (Monalisa) ও অভিনেতা পবন সিং (Pawan Singh) -কে নিশ্চয়ই চেনেন। একসাথে এই তারকাকে বহু জায়গায় দেখা গেছে অভিনয় করতে। ঠিকই ধরেছেন এই জুটির দুর্দান্ত উষ্ণতায় পরিপূর্ণ একটি গান সম্প্রতি ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মাধ্যমে।
সিনেমার নাম ‘জিদ্দি আশিক’ (Ziddi Aashiq)। গানের নাম ‘ফাট জায়ি চলি হো’ (Faat Jaye Choli Ho)। গানের মধ্যেকার দুজকের মাখো মাখো রোমান্স কার্যত সব কিছুর উর্দ্ধে। ভিডিওর শুরুতেই খোলা পরিবেশে উপস্থিত মোনালিসা। তার কামুক শরীর দুলিয়ে পবনকে করলেন উত্তেজিত। দুজনেই নাচ ও গানে মত্ত হয়ে উঠেছেন। লাল শাড়ি ও ব্লাউজে কার্যত মোনালিসাকে লাগছিলো দুর্দান্ত।
ভিডিওর মধ্যে একাধিকবার মোনালিসার পেট ও কোমর দেখা গেছে। দুজনেই বেশ গভীর চুম্বনে নিযুক্ত হয়েছিলেন। নায়িকার লাস্যময়ী এক্সপ্রেশন দেখে নিজেকে সামলানো দায় হয়ে উঠবে। ভাইরাল (Viral) এই গানটি গেয়েছিলেন কল্পনা (Kalpana)। মোনালিসার এক্সপ্রেশন যা সব কিছুকে হার মানাবে। একসময় দুজনের নিয়ন্ত্রণ হারিয়ে বেশ দুষ্টুমি করেছেন।
‘Ishtar Bhojpuri‘ নামের ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল এই ভিডিও। ৩ বছরের মধ্যেই ১১ লক্ষ ভিউজ ছাড়িয়ে গেছে। এখনও পর্যন্ত ১৯ লক্ষ মানুষ দেখে নিয়েছেন সেই ভিডিও। সাথেই মোনালিসা উদ্দেশ্যে সকলেই প্রশংসার ঝড় তুলেছেন। এমন ঘাম ঝরানো রোমান্স দেখতেই সবাই মুখিয়ে থাকেন তা এই ভিডিওর কমেন্ট বক্স থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে।