EntertainmentVideoViral Video

ফুলসজ্জার খাটে হটবম্ব মোনালিসার সাথে উদ্দাম রোমান্স পবন সিংয়ের, তুমুল ভাইরাল ভোজপুরি ভিডিও

ভোজপুরী সিনেমা মানেই উদ্দাম রোমান্স ও যৌনতার ছোঁয়া। ক্যামেরার সামনে যদি থাকেন ভোজপুরি অভিনেতা- অভিনেত্রী তাহলে আর কোনো কথাই নেই। দীর্ঘদিন যাবৎ ভোজপুরি সিনেমা দেশীয় স্তরে জায়গা করেছে। বিশেষ কিছু কলাকুশলী আছেন যারা দর্শকদের ফেভারিট। এবার তেমনই দুই লাস্যময়ী নায়িকা ও নায়কের প্রেম চোখে পড়ার মতো। সেই ভিডিওই কার্যত ব্যাপক ভাইরাল হয়েছে।

Film: ‘পবন রাজা’ (Pawan Raja)

Song: ‘দিয়া গুল কারা’ (Dil Gul kara)

Cast: পবন সিং (Pawan Singh),মোনালিসা (Monalisa), অক্ষরা সিং (Akshara Singh)।

Singers: পবন সিং (Pawan Singh) ও ইন্দু সোনালী (Indu Sonali)

Song Story: ভিডিওর শুরুতেই এক খাটে উপস্থিত মোনালিসা ও পবন সিং। দেখলে বুঝতেই পারবেন ফুলসজ্জার সেই চরম মুহূর্তে এসে উপস্থিত দুজনে। শাড়ি থেকে নায়িকার শরীরের গহনা সব কিছুই নিজে হাতে খুলে ফেললেন পবন। নায়িকা এবার এক চিলতে কাপড়ে নিজের শরীর কোনোমতে ঢেকে রেখেছে। মোনালিসার শরীরের সম্পূর্ণ মজা নিলেন পবন সিং। এই ভিডিওতে দ্বিতীয় নায়িকাকেও দেখা গেছে। ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং, তিনিও কার্যত মোনালিসা ও পবনের এই মারাত্মক রোমান্স দেখে নিজেকে ভাবতে শুরু করেন। যে কারণে ফুলসজ্জার খাটেই পবন ভাগ বসায় অক্ষরার যৌবনে। দুই নায়িকার সাথেই গরম করা সিন্ দেখে উষ্ণতা আপনার বাড়তে বাধ্য।

Youtube Channel: ‘টপ ভোজপুরি সং’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে।

Views: প্রতিবেদন লেখা পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ দেখে নিয়েছেন এই ডাবল রোমান্স।