EntertainmentVideoViral Video

পুলিশ স্টেশনের মধ্যে রোমান্টিক মুডে উদ্দাম নাচ পবন সিং ও মধু শর্মার, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

‘চ্যালেঞ্জ’ সিনেমা নিশ্চয়ই দেখেছিলেন? না, বাংলা সুপারস্টার দেবের (Deb) সেই বিখ্যাত সিনেমা নয়। বরং ভোজপুরি অ্যাকশন সিনেমা ‘চ্যালেঞ্জ’ (Challenge)। দুর্দান্ত এই সিনেমায় নায়ক হিসাবে দেখা গিয়েছিলো পবন সিংকে (Pawan Singh)। যাকে এবার পুলিশ অফিসারের ভূমিকায় দেখতে পাওয়া গেছে নাচ গানে মত্ত হতে। তবে শুধু তিনি নয় সিনেমায় নায়িকা হিসাবে ছিলেন মধু শর্মা (Madhu Sharma)। আর সিনেমায় ছিল একাধিক রোমান্টিক গান। তবে আজ রোমান্টিক নয় বরং সুন্দর ও মজাদার একটি গানের দৃশ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য।

পুলিশ স্টেশনের মধ্যে রোমান্টিক মুডে উদ্দাম নাচ পবন সিং ও মধু শর্মার, তুমুল ভাইরাল ভিডিও

ভিডিওতে দেখা যাচ্ছে একটি থানার মধ্যে নাচ গানে মেতে উঠেছেন সকলে। মধু ও পবন দুজনেই কার্যত নাচ গানে মেতে উঠলেন। তার মধ্যেই মধুর লুক ও এক্সপ্রেশন ছিল দেখার মতো। কার্যত লাস্যময়ী লুকে এই ভিডিওতে তিনি ধরা দিয়েছেন। এমন কিছু সিন্ আছে যা রোমান্টিক তবে যৌনতায় পরিপূর্ণ নয়। ‘হাটা এ হাসিনা’ (Hata Ae Hasina) গানে নাচ করেছেন এই দুজন।

পুলিশ স্টেশনের মধ্যে রোমান্টিক মুডে উদ্দাম নাচ পবন সিং ও মধু শর্মার, তুমুল ভাইরাল ভিডিও

কার্যত থানার মধ্যেই এমন দৃশ্য দেখে চমকে গেছেন সকলে। গানটি গেয়েছিলেন পবন সিং ও হানি বি। সাথেই এই গানের লিরিক্স দিয়েছেন মনোজ মতলবি। ‘Team Films Bhojpuri‘ নামের ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে এই ভিডিওটি সামনে এসেছিলো। ৫ বছর পরে ৪.২ কোটি মানুষ এই ভিডিও দেখে নিয়েছেন।

প্রশংসার ঝড় উঠেছে বিশেষ করে মধুর উদ্দেশ্যে। নেটিজেনরা তার সৌন্দর্যের তারিফে মজেছেন। এর আগেও অনেক সিনেমায় মধু শর্মা কে দুর্দান্ত অভিনয় করতে দেখা গেছে। তবে এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই দেখার পরে কমেন্ট করে জানাবেন।