EntertainmentVideoViral Video

সবুজ প্রকৃতির মাঝে হটেস্ট কাজলের সাথে ঘনিষ্ট মুহূর্তে পবন সিং, ভুলেও দেখবেন না বাচ্চাদের সামনে

অক্ষরা সিং অথবা রানী চ্যাটার্জী নয়, হটবম্ব কাজলের সাথে ভরপুর রোমান্স পবন সিংয়ের, দেখে ঘুম উড়েছে পুরুষ ভক্তদের, ঘরের দরজা বন্ধ করে দেখুন ভিডিও

সালটা ২০২৩। আর আজকের দিনে দাঁড়িয়ে বাংলা, হিন্দির পাশাপাশি ভোজপুরী (Bhojpuri) ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। নাচ, গান থেকে শুরু করে অভিনয়, কস্টিউম সব কিছুতেই এখন তারা তাক লাগাচ্ছেন অন্য ইন্ডাস্ট্রি গুলোকে। আর এই ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় তথা দর্শকের পছন্দের অভিনেত্রী হলেন কাজল রাঘবাণী (Kajal Raghani)।

আর এবার পবন সিংয়ের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের মনজয় করলেন কাজল রাঘবাণী। এমনকি তাদের সেই রোম্যান্সে রীতিমতোন বুঁদ হয়েছেন ভক্তরা।

  • Movie: Saajan
  • Movie: Baaj Gayeel Danka
  • Cast: Pawan Singh, Kajal Raghani
  • Story: ভিডিওতে পবন সিং ও কাজলকে খোলা পরিবেশে রোম্যান্স করতে দেখা যাচ্ছে। পাশাপাশি তাদের ধামাকাদার নাচ দেখে রীতিমতোন মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ভিডিওতে দুজনের কেমিস্ট্রি নজর কেড়েছে নেটিজেনদের।
  • Youtube Channel: Top Bhojpuri Songs নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।
  • Views: মাত্র ৬ মাস আগের এই ভিডিও প্রায় ৪.৭ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন প্রায় ১৭ হাজার মানুষ।

সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল পবন ও কাজলের এই ভিডিও।