EntertainmentVideoViral Video

ভোজপুরি ডিভা কাজলের হট লুকে নিয়ন্ত্রণ হারিয়ে তুমুল রোমান্স পবন সিংয়ের, ভাইরাল ভিডিও

অভিনেতা পবন সিং (Pawan Singh) যেন কোনোভাবেই কাজল রাঘবাণীর (Kajal Raghwani) থেকে দূরে থাকতে চান না। হামেশাই তাদের হট ও রোমান্টিক মুহূর্তের সাক্ষী থাকেন সাধারণ মানুষ। ভোজপুরি ইন্ডাস্ট্রির চেনা মুখ পবন সিং। তার সিনেমার বড়ো ভক্ত দেশের মানুষ। অভিনয়ের সাথেই তিনি একজন গায়কও বটে। সাথেই তার হট ও রোমান্টিক দৃশ্যর গান গুলি দর্শকদের ব্যাপক মনে ধরে। যেমন সম্প্রতি এই জুটির নতুন একটি গান ব্যাপক ভাইরাল (Viral) হয়ে উঠেছে। গানটির নাম ‘হামাহু খোঁজিলে জদিদার’।

অন্যদিকে ভোজপুরি ইন্ডাস্ট্রির হটবম্ব অভিনেত্রী কাজল রাঘবাণীর সম্পর্কে নতুন কিছু বলার নেই। শরীরের জোরেই শত শত পুরুষকে করে দেন দুর্বল। এই ভিডিওর শুরুতেও পবন সিং উপস্থিত হয়েছেন কাজলের জেল্লা দেখতে। এরপরে অবশ্য নায়কের কাজ সহজ করে দিয়েছেন নায়িকা নিজেই। শরীরের ঠুমকায় পবনের যৌবন আরও একবার ফিরিয়ে এনেছেন। প্রেমের সাগরে ডোবালেন তাকে।

শরীরে জড়ানো ছোট পোশাকে কাজল হয়ে উঠেছে অপরূপা। তার সাথেই কাজলের দুর্দান্ত মন মাতানো নাচ যা পবনকে বারংবার যৌবন লালসার মধ্যে ফেলেছে। ‘ডিআরজি রেকর্ডস ধুন’ নামের ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে এই ভিডিওটি সামনে এসেছিলো। এখনও পর্যন্ত ৭ মাসের মধ্যে ৩০ লক্ষ মানুষ দেখে নিয়েছেন। সাথেই ৩৯ হাজার লাইক ও প্রচুর কমেন্ট এসেছে নেটিজেনদের।

সবাই কাজলের প্রশংসায় ডুবেছেন। কাজলের শরীরী হিল্লোল তোলা নাচ অনায়েসেই যে কোনো পুরুষকে কাবু করতে সক্ষম। প্রথমেই আপনাদের জানিয়েছিলাম পবন সিং একজন গায়কও বটে। তারই প্রমাণ কিন্তু এই গান। প্রিয়াঙ্কা সিং ও পবন সিং মিলে এই গানটি গেয়েছিলেন।