EntertainmentVideoViral Video

সেক্সীয়েস্ট আম্রপালির হট লুকে নিয়ন্ত্রণ হারিয়ে ভরপুর রোমান্স পবন সিংয়ের, ভাইরাল ভোজপুরি ভিডিও

ভোজপুরি সিনেমা দেখেন আপনি? হয়তো সিনেমা নয় তবে তাদের গান ও নায়িকাদের নিশ্চয়ই নজরে রাখেন। লাস্যময়ী সেসব অভিনেত্রীদের ফ্যান ফলোইং অবাধ। যে কারণে সিনেমা মানুষের ভালো না লাগলেও তাদের গান গুলি মন ছুঁয়ে যায়। তার জন্যই প্রতিদিন কলাকুশলীরা থাকেন দর্শকদের চোখের সামনে। সেই হিসাবে আবারো একটি গান ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে। আজ সেই গানের সম্পর্কে বিস্তারিত জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে।

Song: ভাতার কো ভি ভুল যাওগী (Bhatar Ko Vi Bhul Jaogi)

Film: ম্যায়নে ঊনকো সাজান চুন লিয়া (Maine Unko Sajan Chun Liya)

Cast: আম্রপালি দুবে (Amrapali Dubey), পবন সিং (Pawan Singh)

Singers: পবন সিং ও প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh)

Song Story: প্রথমেই জানিয়ে রাখি আম্রপালি দুবে এই গানে এক আইটেম ডান্সারের ভূমিকায় দেখা গেছে। তাই তার শরীরের আগুন যে কত পুরুষকে পুড়িয়েছে তা গুনে বলা যাবে না। স্টেজের উপরে স্কার্ট ও চলিতে শুরু করলেন নৃত্য। তার সাথেই কিছু পরে আসলেন পবন সিং। দুজনেই একে অপরের খুব কাছে এসে এক গরম মুহূর্ত তৈরী করেছেন। সম্পূর্ণ গান জুড়েই যে পরিমান রোমান্টিকতার সৃষ্টি করেছে তা বলার মতো না।

Streaming Channel :DRJ Records Bhojpuri‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।

Views Count: ৩ বছর আগে এই ভিডিওটি আপলোড হয়েছিল। এখনও পর্যন্ত ৭,৬০,২৭,৫৫৪ জন দর্শক এই ভিডিও দেখে নিয়েছেন।