EntertainmentVideoViral Video

Bhojpuri Song : বিদেশের রাস্তায় হটেস্ট অক্ষরার সাথে উষ্ণ রোমান্সে মত্ত পবন সিং, তুমুল ভাইরাল ভিডিও

ভোজপুরি ইন্ডাস্ট্রি যেভাবে এগিয়ে চলেছে তা সত্যি প্রশংসার জায়গা রাখে। অভিনেতা-অভিনেত্রী কার্যত সবাই মিলে এই সিনেমা দেশীয় স্তরে পৌঁছে দিচ্ছে। সাথেই আরও এক কারণ হলো সিনেমা গুলিতে মাখো মাখো প্রেম। হট নায়িকাদের কামুক অভিনয় দেখতেই বারংবার ছুঁটে আসেন সকলে। যেমন অভিনেত্রী অক্ষরা সিং (Akshara Singh) সম্পর্কে যতই বলা যায় কম হবে। দীর্ঘদিন যাবৎ তিনি ভোজপুরি সিনেমার সাথে যুক্ত। অন্যদিকে অভিনেতা পবন সিং (Pawan Singh) -কেও দেখা গেছে প্রচুর সিনেমায় দাপুটে অভিনয় করতে। এবারও কিন্তু এই জুটির দুর্দান্ত উষ্ণতায় পরিপূর্ণ একটি গান ভাইরাল (Viral) হয়েছে। সেই গান ও ভাইরাল ভিডিও নিয়ে জানাতেই আপনাদের জন্য আজকের এই প্রতিবেদন।

  • Film : মা তুঝে সালাম (Maa Tujhe Salam)
  • Song : লকার মে জাওয়ানি (Locker Main Jawani)
  • Cast : পবন সিং (Pawan Singh), অক্ষরা সিং (Akshara Singh)
  • Youtube Channel :Yashi Music‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।
  • Views : এখনও পর্যন্ত ২,৪০,০৮,২৪৯ জন মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও।

  • Song Story : ভিডিওর শুরুতেই বিদেশের রাস্তায় উপস্থিত পবন ও অক্ষরা। যদিও পবন শুরু থেকেই বিদেশিনীদের সাথে হাসি মজায় যুক্ত। কিন্তু অক্ষরা তা দেখে বেজায় চোটেছেন। কিন্তু পবন কি আর তার দুস্টু নায়িকাকে ছেড়ে দেবে। ছোট পোশাকে অক্ষরার শরীরের খাঁজ ছিল স্পষ্ট। বিদেশের রাস্তাতেই দুজনেই বেশ গভীর রোমান্সে ডুব দিয়েছেন কয়েকবার। বেশ সুন্দর এই ভিডিওটি দেখতে আপনার ভালোই লাগবে।

পুরোনো এই ভিডিওকে যে সাধারণ মানুষেরাই জীবন্ত করে রেখেছে তা বলার দরকার হবে না। আপনি চাইলে অক্ষরা সিং ও পবন সিংহের আরও ভিডিও দেখতে পারবেন।