EntertainmentVideoViral Video
বন্ধ ঘরে শরীরী হিল্লোলে পবনকে ঘায়েল করলেন অক্ষরা, ভুলেও দেখবেন না পরিবারের সামনে

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই নিত্যদিন দেখা যাচ্ছে ভোজপুরি ইন্ডাস্ট্রির একগুচ্ছ ছবির ক্লিপস। মাঝেমধ্যেই আবার প্রকাশ্যে আসে গানের ভিডিও। মুহূর্তের মধ্যেই সেগুলি হয়ে যায় ভাইরাল। আসলে বর্তমান প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে ভোজপুরি ইন্ডাস্ট্রি। সম্প্রতি ভাইরাল হয়েছে একটি গান। সেই গানে জুটি বাঁধলেন পবন সিং (Pawan Singh) এবং অক্ষরা সিং (Akshara Singh)। 6 বছরের পুরনো সেই ভিডিও রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
- Movie : Dhadkan
- Song : Kara Na Mard Wala Roal
- Cast : পবন সিং (Pawan Singh) এবং অক্ষরা সিং (Akshara Singh)
- Singer : Priyanka Singh
- Story : ভিডিওর শুরুতেই দেখা যায় অভিনেতা পবন সিং-কে দেখে প্রেম নিবেদন করেন অক্ষরা। ফাঁকা ঘরে অভিনেত্রীকে একা পেয়ে রোম্যান্সে মেতে উঠলেন অভিনেতা। গানের পরতে পরতে ফুটে উঠেছে সেই দৃশ্যই। তবে কেবলমাত্র রোমান্টিক দৃশ্য নয় এই গানে অসাধারণ নৃত্য পরিবেশন করতে দেখা গেল এই দুই জনপ্রিয় তারকাকে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলে দিয়েছে পুরনো এই ভিডিও। ইতিমধ্যেই এই ভিডিওটি দেখে ফেলেছেন কয়েক লাখ মানুষ। ভিডিও পছন্দ হয়েছে অনেকেরই। বিশেষত নায়িকার ভারী শরীরের মোচড় মনে ধরেছে দর্শকবৃন্দের। সবমিলিয়ে বলাই চলে প্রায় 6 বছরের পুরনো এই ভিডিও তোলপাড় ফেলে দিয়েছে সামাজিক মাধ্যমে।
- YouTube Channel : ‘Wave Music’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আনা হয়েছে প্রকাশ্যে।
- Views : ইতিমধ্যেই 6 বছরের পুরনো এই ভিডিও দেখে ফেলেছেন 78 লাখ 66 হাজার 659 জন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। ভিডিওটি পছন্দ হয়েছে 16 হাজার মানুষের।