EntertainmentVideoViral Video

Bhojpuri Video : খোলা পরিবেশে অক্ষরার রূপের জাদুতে নিয়ন্ত্রণ হারিয়ে ভরপুর রোমান্স পবন সিংয়ের, ভাইরাল ভিডিও

ভোজপুরি ইন্ডাস্ট্রির নাম শুনলেই পাগল বর্তমান প্রজন্ম। বলিউডকে সমানে সমানে টক্কর দিয়ে চলেছে এই ইন্ডাস্ট্রি। আসলে বর্তমানের তরুণ-তরুণীরা ভোজপুরি সিনেমা দেখতে কিংবা এই ইন্ডাস্ট্রির গানগুলি শুনতে ভীষণ ভালোবাসেন। আসলে ভোজপুরি গানে খোলাখুলি রোম্যান্স করতে দেখা যায় নায়ক নায়িকাদের।

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে নিত্যদিন দেখা যায় ভোজপুরি ইন্ডাস্ট্রির বেশ কিছু গানের ঝলক। সম্প্রতিও ঘটেছে তেমনটাই। এবার সাধারণ মানুষকে বিনোদন জোগাতে জুটি বেঁধে হাজির অক্ষরা সিং (Akshara Singh) এবং পবন সিং (Pawan Singh)।

  • Movie : Tabadala
  • Song : Duniya Mein Sabke Se Pyaara
  • Cast : অক্ষরা সিং (Akshara Singh) এবং পবন সিং (Pawan Singh)
  • Singer : পবন সিং (Pawan Singh), ইন্দু সোনালী (Indu Sonali)
  • Story : ভিডিওর শুরুতেই একে অপরের প্রতি প্রেম নিবেদন করেছেন নায়ক-নায়িকা। খোলা আকাশের নিচেই মেতে উঠেছেন রোমান্সে। তবে কেবলমাত্র রোমান্টিক দৃশ্য নয় গানের পরতে পরতে ফুটে উঠেছে দুই তারকার অসাধারণ নাচ। সমগ্র গানেই শাড়ি পরে ধরা দিয়েছেন নায়িকা। অন্যদিকে অভিনেতার পরনে ছিল সাধারণ শার্ট-প্যান্ট। বলা ভালো, প্রায় 6 বছরের পুরনো এই ভিডিও নতুন করে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সাধারণের ব্যাপক পছন্দ হয়েছে অক্ষরা সিং (Akshara Singh) এবং পবন সিং (Pawan Singh) এর জুটি।
  • YouTube Channel : ‘Enter10 Rangeela’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ্যে আনা হয়েছে এই ভিডিওটি।
  • Views : 6 বছরের পুরনো এই ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন 7 কোটি 3 লাখ 96 হাজার 850 জন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। ভিডিওটি পছন্দ হয়েছে 1.2 লাখ মানুষের।