EntertainmentVideoViral Video

Bhojpuri Video : বন্ধ ঘরে সেক্সীয়েস্ট অক্ষরার তুমুল রোমান্স ভোজপুরি হিরো পবন সিংয়ের, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

Pawan-Akshara Hot Video: ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত জুটি পবন সিং এবং অক্ষরা সিং। বারংবার তাদের শরীর গরম করা বিভিন্ন ভিডিও আমাদের সামনে চলে আসে। দর্শকদের বর্তমান সময়ে যে পরিমান ভোজপুরি সিনেমা জগৎ নিয়ে মাতামাতি আছে তা সত্যি সবার থেকে আলাদা। আর এই মুহূর্তের অক্ষরা সিং ও পবন সিং দেশীয় সিনেমায় এক বিশেষ নাম। চলুন এই দুটি কলাকুশলীর সম্পর্কে প্রথমেই একটু জেনে নেওয়া যাক।

Bhojpuri Video : বন্ধ ঘরে সেক্সীয়েস্ট অক্ষরার তুমুল রোমান্স ভোজপুরি হিরো পবন সিংয়ের, তুমুল ভাইরাল ভিডিও

Pawan Singh: ৩৭ বছরের অভিনেতা পবন সিংহ ২০০৭ সাল থেকে অভিনয়ে নাম লিখিয়েছিলেন। ‘Rangli Chunariya Tohre Naam‘ সিনেমার মধ্যে দিয়ে তাঁর পরিচিতি ঘটে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চিন্তায় থাকেন অভিনেতা। প্রথম স্ত্রী আত্মহত্যা করার পিছনে পবন সিংহের হাত রয়েছে এমনটাই দাবি করেছিলেন তাঁর পরিবার।

Bhojpuri Video : বন্ধ ঘরে সেক্সীয়েস্ট অক্ষরার তুমুল রোমান্স ভোজপুরি হিরো পবন সিংয়ের, তুমুল ভাইরাল ভিডিও

Akshara Singh: ৩১ বছর বয়সী হটবম্ব লাস্যময়ী অভিনেত্রী অক্ষরা সিংহ। ২০১০ সালে ‘Satyamev Jayate‘ সিনেমার মধ্যে দিয়ে অভিনয় যাত্রা শুরু করেন। তাঁর অভিনয় থেকেও শরীরের ঝলক বেশি পছন্দ করেন সকলে। তাই তো এর মধ্যেই ভোজপুরি সিনেমার সবথেকে অধিক পারিশ্রমিক হাঁকানোর দিক থেকে প্রথমে জায়গা করে নিয়েছেন অক্ষরা।

তবে আজ এই জুটির যে ভিডিও ভাইরাল (Viral) হয়েছে তা সত্যি মাথা খারাপ করে দেবে। বন্ধ ঘরে এমন রোমাঞ্চ দেখতে অভ্যস্ত নয় কেউই। ২০১৬ সালের ‘ত্রিদেব’ (Tridev) সিনেমার ‘ওঠলালি মে রটি বর কে’ (Othlali Me Roti Bor Ke) গানে এই জুটিকে দেখা গিয়েছিলো। যা বর্তমানে ব্যাপক ভাইরাল হয়েছে। এক ঘরে বন্ধ হয়ে এই জুটি কার্যত ঘাম ঝরিয়েছে। এই গানে অক্ষরা সিং একটি সবুজ হট প্যান্ট, অন্তর্বাস ও তার উপরে পাতলা ফিনফিনে একটি একটি শার্ট পরেছেন।

ভিডিওতে এমন কিছু সিন রয়েছে যা টেক্কা দেবে অ্যাডাল্ট ওয়েব সিরিজ গুলোকেও। অক্ষরার যৌবন যেন সম্পূর্ণভাবে গ্রাস করে নিয়েছেন পবন সিং। ৫ বছর আগে ‘Wave Music‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত ১১ কোটি ভিউজ ছাড়িয়ে গেছে। সাথেই কার্যত সকলে এই ভিডিওর প্রশংসায় মেতেছেন।