EntertainmentVideoViral Video

Bhojpuri Video: ‘সুপার হট’ অক্ষরার সাথে বন্ধ ঘরে তুমুল রোমান্স পবন সিংয়ের, ভাইরাল ভিডিও

Advertisement

আবারো কার্যত বাঁধভাঙা ভাইরাল পবন সিং (Pawan Singh) ও অক্ষরা সিং (Akshara Singh)। পাঁচ বছর আগের গান কাঁপাচ্ছে এখন ইন্টারনেট। একজন ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা। অন্যজন পুরুষের মনে ঝড় তোলা অভিনেত্রী। কিন্তু এবারের ভিডিও সম্পূর্ণ অন্য ধরণের। সম্প্রতি ভোজপুরি অ্যাকশন সিনেমা ‘সত্য’ (Satya) -র ‘তানি ফেরে দি বলম‘ (Tani Fere Di Balam) গান হয়ে উঠেছে চরম ভাইরাল (Viral)।

Bhojpuri Video: ‘সুপার হট’ অক্ষরার সাথে বন্ধ ঘরে তুমুল রোমান্স পবন সিংয়ের, ভাইরাল ভিডিও

বন্ধ ঘরের মধ্যে নির্লজ্জতার সব সীমা অতিক্রম করেছেন নায়িকা। অভিনেত্রীর সাথে কার্যত যৌবন খেলায় জুড়েছে পবন সিং। তাদেরকে দুর্দান্ত রোমান্টিক মুডের মধ্যে দেখা গেছে। নীল রঙের শাড়িতে হাজির অক্ষরা। অন্যদিকে পবনের পোশাক গেঞ্জি ও জিন্স। নায়িকাকে নিজের শরীরের মধ্যে জড়িয়ে ধরলেন নায়ক। কোনোমতেই সে এই মুহুর্ত থেকে নিজেকে ছাড়তে চায় না।

Bhojpuri Video: ‘সুপার হট’ অক্ষরার সাথে বন্ধ ঘরে তুমুল রোমান্স পবন সিংয়ের, ভাইরাল ভিডিও

Wave_Music‘ নামের ইউটিউব (Youtube) চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল এই ভিডিও। ৫ বছর পরে হয়েছে ব্যাপক ভাইরাল। এখনো পর্যন্ত ২.৮ কোটি মানুষ দেখে নিয়েছেন। দুর্দান্ত এই গানটি গেয়েছিলেন গায়িকা ইন্দু সোনালী। ঠোঁটে ঠোঁট রেখে তাদের বিশেষ চুম্বনের মুহুর্ত অজান্তেই আপনাকে কাবু করে তুলবে।

লক্ষ লাইক ও হাজার হাজার কমেন্ট এসেছে নেটিজেনদের। অক্ষরাও যে নিজের যৌবন উজাড় করে দিয়েছেন পবন সিংকে তা বলার দরকার হবে না। এর আগেও অক্ষরাকে দেখা গেছে বহু রোমান্টিক ভিডিওতে। তবে এই ভিডিও যেন সবার থেকে আলাদা। তার শরীরের দুলুনিতে সবাই বেশ চমকে গেছেন। আপনার কি মতামত এই ভিডিও দেখে। অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।