Bhojpuri Video : ঘরের ভিতর আক্ষরার রোমান্টিক মুভে নিয়ন্ত্রণ হারিয়ে তুমুল রোমান্স পবন সিংয়ের, ভাইরাল ভিডিও

পুরুষদের ধ্বংসের পিছনে মহিলাদের হাত থাকে। এমন লাইন আমরা বহুবার বহুজায়গায় শুনেছি। কিন্তু অভিনেতা পবন সিংহের (Pawan Singh) ধ্বংসের পিছনে আছেন কেবলমাত্র একজন নারী। অভিনেত্রী অক্ষরা সিং (Akshara Singh) এবার তাঁর যৌবন ব্যবহার করে পবন সিংকে কার্যত তছনছ করে দিয়েছে। কি বিশ্বাস হচ্ছে না? ভোজপুরি সিনেমা গুলি সবসময় হয় অ্যাডাল্ট। যে কারণে উষ্ণতায় পূর্ণ প্রেম ও ঘাম ঝরানো সিনে পরিপূর্ণ থাকে। এবার তেমনই একটি ভোজপুরি সিনেমার রোমান্টিক গান ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে।
ভোজপুরি ‘সরকার রাজ‘ (Sarkar Raj) সিনেমার গান হয়ে উঠেছে চরম ভাইরাল। গানের নাম ‘পাটার চিত্তর চোটাকি জাহাজিয়া‘। বন্ধ ঘরে নয় বরং খুল্লাম খুল্লা রোমান্স করেছেন এই জুটি। অক্ষরা প্রথমেই পবনের সামনে এসে এমনভাবে নাচতে শুরু করলো যা সত্যি গরম হবার সামিল। কোমর থেকে শরীরের বাকি অংশ সবকিছু দিয়েই লালশায় মাতিয়ে তুললেন।
কার্যত উষ্ণতার সব সীমা লঙ্ঘন করেছেন। অক্ষরার পরনে ছিল সবুজ ছোট স্কার্ট ও ব্লাউজ। শরীরের অনেকটা অংশই যে বেরিয়ে আছে তা বলার অপেক্ষা রাখে না। তবে ভিডিওর শুরুতেই কার্যত হট (Hot) অক্ষরাকে দেখে সামলাতে পারেননি পবন সিং। নায়িকা নিজেই পবনের হাতে যেন যৌবন তুলে দিলেন। ভিডিওর মধ্যেই বহুবার তাদের দুজনকে দেখা গেছে অন্তরঙ্গ মুহূর্তে। পবন বেশ কয়েকবার অক্ষরার শরীরে চুমু ও দিয়েছেন।
‘Wave Music‘ নামের ইউটিউব চ্যানেল থেকে ৬ বছর আগে আপলোড করা হয় এই ভিডিও। এখনো পর্যন্ত ৫.৯ কোটি মানুষ দেখে নিয়েছেন। কতটা হট ও অ্যাডাল্ট সিনে পরিপূর্ণ তা নিশ্চয়ই আপনাকে বলতে হবে না। কমেন্ট বক্সে শুধুই আছে অক্ষরার উদ্দেশ্যে সুন্দর কমেন্ট। তার শরীরী হিল্লোল তোলা নাচ (Dance) অনায়েসেই পবন সমেত যে কোনো পুরুষকে কাবু করতে পারবে। আপনাদের জানিয়ে রাখি এই গানটি গেয়ে ছিলেন পবন সিং ও হানি বি।