বন্ধ ঘরে হটেস্ট আক্ষরার সাথে প্রেমের সাগরে ডুব দিয়ে ভরপুর রোমান্স পবন সিংয়ের, তুমুল ভাইরাল ভিডিও

ভোজপুরি সিনেমা ইন্ডাস্ট্রি যেভাবে এগিয়ে চলেছে তা সত্যি প্রশংসার জায়গা রাখে। অভিনেতা-অভিনেত্রী কার্যত সবাই মিলে এই সিনেমা দেশীয় স্তরে পৌঁছে দিচ্ছে। সাথেই আরও এক কারণ হলো সিনেমা গুলিতে মাখো মাখো প্রেম। হট নায়িকাদের কামুক অভিনয় দেখতেই বারংবার ছুঁটে আসেন সকলে। যেমন অভিনেত্রী অক্ষরা সিং (Akshara Singh) সম্পর্কে যতই বলা যায় কম হবে। দীর্ঘদিন যাবৎ তিনি ভোজপুরি সিনেমার সাথে যুক্ত।
অন্যদিকে অভিনেতা পবন সিং (Pawan Singh) -কেও দেখা গেছে প্রচুর সিনেমার দাপুটে অভিনয় করতে। এবারও কিন্তু এই জুটির দুর্দান্ত উষ্ণতায় পরিপূর্ণ একটি গান ভাইরাল (Viral) হয়েছে। সিনেমার নাম ‘পবন রাজা’ (Pawan Raja) ও গানের নাম ‘ভার যাতা ধদি মে পাসিনা’ (Bhar Jata Dhodi Me Pasina)।
ভিডিওর শুরুতেই এক ঘরে উপস্থিত অক্ষরা ও পবন সিং। সবুজ শাড়িতে পেট বের করে পবনকে গরম করলেন নায়িকা। নায়ক এমন মুহুর্ত থেকে দূরে যেতে চাইনি। দুজনেই বেশ গভীর চুম্বনে ডুব দিয়েছিলেন কয়েকবার। ভাইরাল (Viral) এই গানটি গেয়েছিলেন প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh) ও পবন সিং নিজে। অক্ষরার শরীরী চাহুনি আপনাকেও করে তুলবে ব্যাপক গরম।
আপনাদের জানিয়ে রাখি ভিডিওটি ৬ বছরের পুরোনো। ‘Wave Music‘ নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিল। তবে বর্তমানে ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিও। অক্ষরার উদ্দেশ্যে সকলেই প্রশংসার ঝড় তুলেছেন। পুরোনো এই ভিডিওকে যে সাধারণ মানুষেরাই জীবন্ত করে রেখেছে তা বলার দরকার হবে না। আপনি চাইলে অক্ষরা সিংহের আরও ভিডিও দেখতে পারবেন।