×
Entertainment

এক ঘন্টায় ২৬ লক্ষ ভিউজ! নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিল ‘পাঠান’-এর ট্রেলার, খুশিতে আত্মহারা SRK ভক্তরা

২০১৮ সালে শেষবার ‘জিরো’ (Zero) সিনেমার মধ্যে দিয়ে অভিনয়ে দেখা গিয়েছিল তাঁকে। তবে বক্স অফিসে সে সিনেমা কার্যত মুখ থুবড়ে পড়েছিল। সবাই ভেবেছিলেন শাহরুখ খানের অভিনয় জীবনের শেষের ঘন্টা বেজে গেছে। তবে বাদশা খান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়েছিলেন ২০২৩ সালে তিনি ফিরবেন তার নতুন ‘পাঠান’ (Pathaan) সিনেমার মধ্যে দিয়ে। চার বছরে তা নিয়ে কম জল ঘোলা হয়নি। শাহরুখের লুকস থেকে সিক্স প্যাক অ্যাবস সব নিয়েই চর্চা হয়েছে তুঙ্গে।

এক ঘন্টায় ২৬ লক্ষ ভিউজ! নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিল ‘পাঠান'-এর ট্রেলার, খুশিতে আত্মহারা SRK ভক্তরা -

তবে অবশেষে আজ ১০ই জানুয়ারি সিনেমার প্রথম অফিসিয়াল ট্রেলার রিলিজ করেছে। মঙ্গলবার সকাল ১১টায় মুক্তি পেয়েছে শাহরুখ খানের এই ছবির প্রথম ঝলক। আর শুরুতেই বাজিমাত করলেন এসআরকে। মাত্র এক ঘন্টার মধ্যে এই ছবির ট্রেলারের ভিউজ সংখ্যা ২৬ লক্ষ পার করেছে। কার্যত প্রতি সেকেন্ড হাজারের থেকে বেশি দর্শক সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে।

এক ঘন্টায় ২৬ লক্ষ ভিউজ! নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিল ‘পাঠান'-এর ট্রেলার, খুশিতে আত্মহারা SRK ভক্তরা -

শাহরুখ ছাড়াও এই সিনেমায় দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) সবার মন কেড়েছেন। সিনেমার ‘বেশরম রং’ কিংবা টাইটেল ট্র্যাক ‘ঝুমে জো পাঠান’ কতটা হিট হয়েছে তা আলাদা করে বলার দরকার নেই। ছবিতে একজন ভারতীয় স্পাই এজেন্টর ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। সাথেই একইরকম চরিত্রে থাকছেন দীপিকা। তবে সবাইকে চমকে দিয়ে সিনেমার ভিলেন কিন্তু এবারে জন।

এক ঘন্টায় ২৬ লক্ষ ভিউজ! নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিল ‘পাঠান'-এর ট্রেলার, খুশিতে আত্মহারা SRK ভক্তরা -

শেষ পাওয়া খবর অনুযায়ী ৩ ঘন্টার মধ্যে ৩৬ লাখের বেশি ভিউজ পার করেছে এই ট্রেলার। সিনেমার অগ্রিম টিকিট বুকিং শুরু হবে আগামী ১৫ ই জানুয়ারি থেকে। বলিউডে কিছু বছর যাবৎ যে সিনেমার খরা চলছে তা কি ফের একবার কাটতে চলেছে শাহরুখ খানের হাত ধরে? কমেন্ট বক্সে কিন্তু বাদশার অনুগামীরা ঠিক তেমনই মন্তব্য করছেন। ২৫০ কোটি টাকার বাজেটে তৈরী ও যশ রাজ ফিল্মসের ৫০ বছরের জন্য এই ‘পাঠান’ সিনেমা আগামী ২৫ সে জানুয়ারি কতটা বক্স অফিসে সাফল্য আনতে পারে সেটাই এখন দেখার।