Entertainment

হাফ প্যান্ট পরে সৃজনের গা ঘেঁষতেই বিপত্তি, ঈশার হাতে ‘আমি বেহায়া’ স্ট্যাম্প লাগিয়ে দিল পর্ণা, প্রকাশ্যে প্রমো

Neem Phooler Madhu: আর সহ্য নয়, স্বামীর কাছাকাছি ঘেঁষতেই ঈশাকে চরম শাস্তি দিলেন পর্ণা! প্রকাশ্যে ধামাকাদার পর্ব

‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকে দেখা যাচ্ছে একের পর এক চমক। পরকীয়া নয়, একান্নবর্তী পরিবারের গল্প দেখিয়েই অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে জি বাংলার এই মেগা। ধারাবাহিকের প্রত্যেকটি পর্বে থাকছে টুইস্ট। বর্তমানে অবশ্য হারিয়ে গিয়েছে সৃজন-পর্ণার কেমিস্ট্রি। ধারাবাহিকের নিত্য দর্শকরা জানেন যে, ‘শাড়ির কথা’ বুটিক খোলার জন্য নিজের সমস্ত গয়না বন্ধক রেখেছেন গল্পের নায়িকা। স্বামীর পাশে দাঁড়াতে তিনি নিজেই সেজেছিলেন বিপাশা বন্দ্যোপাধ্যায়। যদিও আসল সত্য জেনে গিয়েছেন দত্ত পরিবারের সকল সদস্য। আর তারপরেই ঘটেছে বিপত্তি।

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা যাচ্ছে স্ত্রীর বদলে ব্যবসার জন্য নতুন ম্যানেজার নিয়ে হাজির হয়েছেন সৃজন। সে আবার পর্ণার সহপাঠী। যদিও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কখনোই ছিল না তাদের মধ্যে। অতীতের এক ঘটনার বদলা নিতেই দত্ত পরিবারে হাজির হয়েছেন ঈশা। তবে বাবুউর মা এবং মৌমিতা চাইছেন অবিলম্বে পর্ণাকে ঘর থেকে তাড়িয়ে ঈশাকে বাড়ির বউ করে নিয়ে আসতে। আর এসবের মাঝেই প্রকাশ্যে চলে এলো ধারাবাহিকের আগামী পর্ব।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গেল বাড়ির সকলেই ব্যস্ত নতুন শাড়ির ডিজাইন তৈরি করতে। এদিকে বৃষ্টি বাদলের দিন হওয়ার কারণে বাড়ি যেতে পারছেন না ঈশা। আর তাই সকলেই তাকে বলেন ঐ রাতটা সেখানে কাটিয়ে যেতে। এতেই যত বিপত্তি। হাফ প্যান্ট পরে সকলের সামনে হাজির ঈশা। যা কিছুতেই মেনে নিতে পারলেন না গল্পের নায়িকা। পর্ণা বারবার তাঁকে বলতে থাকে অবিলম্বে পোশাক পরিবর্তন করতে। তবে সেই কথায় রাজি হওয়ার মেয়েই নয় সে।

এরপরেই দেখা যায় নিজের ঘরে চলে যান পর্ণা। পরিবারের অন্যান্য সদস্যরা ঈশাকে বারবার বলতে থাকেন সেখান থেকে চলে যেতে। যদিও সে কথায় কর্ণপাত করেন না তিনি। আর এরপরেই পর্ণা তাঁর সারা শরীরে ‘আমি বেহায়া’ স্ট্যাম্প লাগিয়ে দেন। কী হবে এবার? কোন দিকে এগোবে ধারাবাহিকের গল্প? জানতে হলে অবশ্যই চোখ রাখুন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের আসন্ন পর্বগুলিতে।