×
Entertainment

Parineeti Chopra: স্বল্প পোশাকে উন্মুক্ত চিকন উরু স্পষ্ট বক্ষভাঁজ, হট বেব পরীনিতির ছবি দেখে পাগল ভক্তরা

মাত্র ৩৩ বছর বয়স অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Parineeti Chopra)। তার মধ্যেই বলিউডে বেশ নিজের জায়গায় শক্ত করে নিয়েছেন তিনি। ‘Ishaqzaade’, ‘Hasee Toh Phasee’, ‘Golmaal Again’, ‘Kesari’, ‘Saina’ মতো বিখ্যাত সিনেমায় অভিনয় করে সকলের মন জয় করেছেন। অভিনয়ের পাশাপাশি নায়িকা নিত্য-নতুন ফ্যাশনে মাঝে মধ্যেই ধরা দেন ক্যামেরার সামনে। যেমন সম্প্রতি পরিণীতির নতুন ফটোশুট ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Parineeti Chopra (@parineetichopra)

নিজের ইন্সটা হ্যান্ডেলে তিনি নতুন অবতারের দুটি ফটো আপলোড করেছেন। যেখানে লাল রঙের ছোট শিম্মেরি ড্রেসে ধরা দিলেন নায়িকা। তার সাথেই ন্যুড মেকআপ ও চুল পনিটেল স্টাইলে বাঁধা যা এই লুকের সাথে দারুন সুন্দর মানিয়েছে। গোল্ডেন হাই হীলস ও বেশ তাক লাগানো পোজে ঘুম কেড়েছেন নেটিজেনদের। ক্যাপশনে লিখেছেন -‘কি দারুন এই টিভির যাত্রা’। মূলত ‘Hunarbazz’ রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে দেখা যাচ্ছে পরিণীতিকে। সে কারনেই এই স্পেশাল ফটোশুট তা ভালোই বুঝেছেন সকলে।

 

View this post on Instagram

 

A post shared by Parineeti Chopra (@parineetichopra)

২ লক্ষের থেকেও বেশি লাইক এসেছে এই দুটি ফটোতে। ‘বোল্ড ও হট’, ‘ অনেকটাই ওয়েট ঝরিয়ে আরো সুন্দর হয়ে গেছেন আপনি’ – এমন কমেন্ট করেছেন মানুষ। উল্লেখ্য, ডিরেক্টর ‘Sooraj Barjatya’ পরের ছবি ‘Uunchai’ -তে অভিনয় করছেন পরিণীতি চোপড়া। ‘Abhishek Bachchan’, Anupam Kher’ এই সিনেমায় অভিনয় করবেন। Ranbir Kapoor -এর সাথে ‘Animal’ সিনেমাতেও মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে নায়িকাকে। সব শেষে Anurag Basu -র বিখ্যাত সিনেমা ‘Life In A Metro 2’ তে এবার অভিনয় করছেন পরিণীতি। যেখানে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা Rajkumar Rao -কে।