প্রকাশ্য মঞ্চে সিদ্ধার্থ জড়িয়ে ধরতেই বেকায়দায় পরিণীতি, ভিডিও দেখে হাঁ নেটিজেনরা

সিদ্ধার্থর (Siddharth Malhotra) কোলে চড়ে বিপাকে পরিণীতি (Parineeti Chopra)! কিন্তু কেন? বলিউড (Bollywood) জগৎ মানেই হাজার একটা গসিপে ভরা। এই জগতের মূল গসিপের কেন্দ্রে থাকেন অভিনেত্রীরা। নায়িকাদের পোশাক হল তাদের ট্রোলড করার একমাত্র চাবিকাঠি। এছাড়াও পান থেকে চুন খসলে তাদের একেরপর এক কটু কথার মুখে পড়তে হয়। তাদের পোশাক হল গোটা দেশের ফ্যাশান। বলি অভিনেত্রীরা কেমন কি পোশাক পড়ছেন তাই দেখে বহু মানুষ তা ক্যারি করেন।
কিন্তু সম্প্রতি সেই পোশাক নিয়ে পরিণীতির এক চরম অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ার ভিডিও (Video) উঠে এল প্রকাশ্যে। এক ছবির প্রোমোশনের জন্য সিদ্ধার্থ (Siddharth Malhotra) ও পরিণীতি (Parineeti Chopra) দুজনেই হাজির হয়েছিলেন প্রেস কনফারেন্স-এ। এদিন ডিপ নেকের ওয়েস্টার্ন ফ্রকে হাজির হয়েছিলেন অভিনেত্রী। যথারীতি ডিপ নেকের কারণে তার ক্লিভেজ দৃশ্যমান হয়েছিল। আর সেখানেই সাংবাদিকের এই জুটিকে ‛জাবেরিয়া জোড়ি’র কিছু দৃশ্য করতে বলেন।
আর তখনই সিদ্ধার্থ (Sidharth Malhotra) পরিণীতিকে জড়িয়ে ধরে কোলে তুলে নেয়। আর এতে লজ্জায় পরে যায় অভিনেত্রী। তার পোশাকের সামনের অংশ অনেকটা কাটা থাকার ফলে বুকের বেশিরভাগ অংশ বাইরে বেরিয়ে এসেছিল। আর যা কন্ট্রোল করতে পারেনি নায়িকা। যারফলে তাকে অস্বস্তিতে পড়তে হয়েছিল। বলিপাড়ার জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন পরিণীতি চোপড়া। সিস্টার চোপড়াদের মধ্যে তিনি হলেন একজন।
অন্যান্য সব অভিনেত্রীদের মতোন তার মারকাটারি ফিগার না হলেও তার এই চাব্বি ফিগার দেখেই কুপোকাত হতেন ভক্তরা। তবে, বর্তমানে তিনি ডায়েটিং ও কঠোর ওয়াকআউটের মাধ্যমে অনেকটাই ছিমছাম হয়েছেন। খুব বেশি এখন তাকে সিনেমার পর্দায় না দেখা গেলেও বিভিন্ন ফটোশ্যুট (Photoshoot) ও মিউজিক এলবামের (Music Album) শ্যুটিংয়ের জন্য তিনি ব্যস্ত থাকেন। সম্প্রতি ‛PR Bollywood’ নামের একটি ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে।