×
Entertainment

Parineeti Chopra: অতিরিক্ত ছোট পোশাক পরার ফল! প্রকাশ্য মঞ্চে অস্বস্তিতে পড়েছেন পরিনীতি চোপড়া

বলিউড নায়িকাদের মধ্যে বর্তমানে পরিণীতি চোপড়া (Parineeti Chopra) প্রথম সারির নায়িকা। তার সিনেমা ও সাবলীল অভিনয় মানুষের মন কেড়ে নেয়। ফ্যাশনের দিক থেকেও বেশ নাম করেছেন পরিণীতি। বিভিন্ন ইভেন্টে নায়িকাকে নতুনত্ব ও মন ভোলানো পোশাকে দেখা যায়। কিন্তু নায়িকা মানেই পাপারাজ্জিদের ক্যামেরা সম্পূর্ণ তাদের দিকেই তাক করা থাকে। এবার সেই অতিরিক্ত ফ্যাশনের কারণেই নায়িকাকে উপস মুহূর্তের শিকার হতে হয়েছিল বেশ কিছুদিন আগেই।

Parineeti Chopra: অতিরিক্ত ছোট পোশাক পরার ফল! প্রকাশ্য মঞ্চে অস্বস্তিতে পড়েছেন পরিনীতি চোপড়া -

নায়িকার শেষ সিনেমা ‘Jabariya Jodi’ প্রমোশনে দেখা গিয়েছিলো এই চিত্র। পরিণীতির সাথেই এই সিনেমায় অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)। সেই ছবির একটি প্রমোশন ইভেন্টে কার্যত পরিণীতি উপস মুহূর্তের শিকার হন। পরিনীতি সেই ইভেন্টে একটি হালকা সবুজ রঙের মিনি কুপার পোশাকে উপস্থিত হয়েছিলেন। স্টেজের মধ্যে উঠে বেশ জমিয়ে কথাবার্তায় মজতে দেখা গিয়েছিলো তাকে।

Parineeti Chopra: অতিরিক্ত ছোট পোশাক পরার ফল! প্রকাশ্য মঞ্চে অস্বস্তিতে পড়েছেন পরিনীতি চোপড়া -

তবে পোশাকটি এততাই ছোট ছিল যে কারণে হঠাৎই সামনে থেকে উঠে যায়। কালো রঙের নিচের শর্টস বেরিয়ে পরে। ফলে প্রচন্ড অস্বস্তিতে দেখা যায় নায়িকাকে। হাত দিয়ে ঢাকার চেষ্টা করলেও যদিও তা সম্ভব হয়নি। কার্যত এর পরে নেটিজেনদের হাসি মজায় বিদ্ধ হন তিনি। এই ধরনের পোশাক পড়ার জন্য অনেকেই পরিনীতিকে রীতিমতো কটূক্তি ভরা কমেন্টে বিদ্ধ করেছিলেন।

Parineeti Chopra: অতিরিক্ত ছোট পোশাক পরার ফল! প্রকাশ্য মঞ্চে অস্বস্তিতে পড়েছেন পরিনীতি চোপড়া -

পরবর্তীতে পরিনীতিকে ‘অ্যানিমেল’ সিনেমায় দেখা যাবে অভিনয় করতে। তার বিপরীতে থাকবেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। ২০২৩ সালের শেষের দিকে যদিও রিলিজ হবার কথা আছে এই সিনেমা। সাথেই ‘চামকিলা’ ও ‘ক্যাপসুল গিল’ নামের সিনেমায় অভিনয় করছেন পরিণীতি। সবথেকে গুরুত্বপূর্ণ সিনেমা ‘লাইফ ইন এ মেট্রো ২’তে পরিনীতি থাকবেন ইতিমধ্যেই সেই খবর কিন্তু পাকা হয়ে গিয়েছে।