Entertainment

লোকজন ভাবত আমরা বিয়ে করব: পরমব্রত চট্টোপাধ্যায়

Advertisement
Advertisements

আজও তারা ‛সিঙ্গলহুড’ জমিয়ে উপভোগ করছেন। দীর্ঘ দু-দশক পরেও তারা কেউই ছাদনাতলার আশেপাশে ঘেঁসেননি। তবে, একটা সময় অনেকেই ভেবেছিলেন তারা একসঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন। কাদের কথা বলছি বলুন তো দেখি? তারা হলেন টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) ও মনামী ঘোষ (Monami Ghosh)। টেলিভিশনের (Television) হাত ধরেই তাদের যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে দুজনেই বড়পর্দায় মানুষ। যদিও মনামীকে মাঝেমধ্যে ছোটপর্দায় দেখা গেলেও পরমব্রতকে যায়না।

টলিগঞ্জের ‛চিরনতুন’ তারকা তারা দুজনই। দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে তারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। কিন্তু তাদের বয়স যেন আজও থমকে আছে। একটা সময় একেরপর এক প্রজেক্টে একসঙ্গে কাজ করেছেন তারা। ‛একদিন প্রতিদিন’, ‛প্রতীক্ষা একটু ভালোবাসার’, ‛কোন সে আলোর স্বপ্ন নিয়ে’, ‛এক আকাশের নীচে’-এর মতো ধারাবাহিকে তারা কাজ করেছেন। তারপর পেরিয়ে গেছে বহু বছর। কিন্তু আজও সকলের কাছে একইরকম ভাবে জনপ্রিয় ‛কোন সে আলোর স্বপ্ন নিয়ে’-এর রাহুল-কমলিকা।

অনেকেই চেয়েছিলেন বাস্তব জীবনে তাদের বিয়ে হোক। কিন্তু দু দশক পেরিয়ে যাওয়ার পরও আজও তারা বিয়ের ধারেকাছে ঘেঁসেননি। তবে, দীর্ঘ ১৫ বছর পর আবারও একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে উচ্ছাসিত পরমব্রত (Parambrata Chattopadhyay)। তাহলে কি কোনো সিনেমার তাদের একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে? না, আসলে এক বিজ্ঞাপনে একইসঙ্গে মুখ দেখাতে চলেছেন দুজন। আর তাই শ্যুটিংয়ের মাঝে তোলা কয়েকটি ছবি শেয়ার করে পুরোনো দিনে ফিরলেন পরম।

সম্প্রতি মুম্বাইয়ের (Mumbai) একটি হেলথ ড্রিঙ্কস কোম্পানির বিজ্ঞাপনের শ্যুটিং সেরেছেন তারা। আর তারই ফাঁকে তোলা ছবি ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করে পরম লিখেছেন যে, ‛অনেকদিন পর যেন ছোটবেলা ফিরে এলো। আমার কেরিয়ারের শুরুর দিকে যখন আমি টেলিভিশনে (Television) কাজ করতাম, আমি আর মনামী কত্ত প্রজেক্টে একসঙ্গে কাজ করেছি। এমন অবস্থা ছিল যে, লোকে ভাবত আমরা বিয়ে করবো’।

এছাড়াও অভিনেতা আরও লিখেছেন যে, ‛আজ আমরা আবার একসঙ্গে কাজ করছি। তাও আবার দীর্ঘ ১৫ বছর পর। উফফ কি আনন্দ!’। ছবিতে পরমব্রতর পরণে রয়েছে নীল রঙের টি-শার্ট ও ক্রিম রঙের প্যান্ট। আর মনামীর পরণে রয়েছে কমলা রঙের টপ ও অফ হোয়াইট রঙের প্যান্ট। পুরোনো দুই বন্ধুর মতোই বন্ডিং ফুটে উঠেছে তাদের এই ছবিতে। এই জুটিকে আবারও একসঙ্গে দেখে আরও একবার পুরোনো দিনে ফিরে গেলেন দর্শকেরা। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) পরমব্রত ও মনামীর (Parambrata-Monami) এই ছবি।