নাগরানী রূপে অভিষেক পঞ্চমীর, সুস্মিতার এই লুক দেখে ‘সাক্ষাৎ দেবী’ বলছে নেটিজেনরা

‛সাক্ষাৎ দেবী’! নাগরানী রূপে পঞ্চমীর লুক দেখে মুগ্ধ নেটিজেনরা। প্রশংসার বন্যা নেটমাধ্যমে। এই মুহূর্তে দাঁড়িয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‛পঞ্চমী’ (Panchomi)। প্রথম স্থানে না থাকলে প্রতিসপ্তাহেই সেরা দশের তালিকায় রয়েছে এই সিরিয়াল। বর্তমানে সিরিয়াল মানেই সাংসারিক কূটকাচালি। আর একেরপর এক ষড়যন্ত্রের জাল। তবে, এই ধারাবাহিকে সেসব কমবেশি থাকলেও বিশেষভাবে নাগ-নাগিনীদের কাহিনীকে তুলে ধরা হয়েছে।
মূলত নাগ-নাগিন নিয়েই গড়ে উঠেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন সুস্মিতা দে (Susmita Dey) এবং অভিনেতা রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। বেশিদিন হয়নি টিভির পর্দায় এসেছে এই ধারাবাহিক। আর এরমধ্যেই পুরোদমে মনজয় করে নিয়েছে ভক্তদের। ধারাবাহিকের পর্দায় নাগিন ও কালনাগিনীর লড়াই তো সকলেই দেখেছেন। তবে, এসবের বাইরে গিয়ে এবার প্রকাশ্যে এল পঞ্চমীর নয়া লুক।
সম্প্রতি ‛পঞ্চমী’ (Panchomi) ধারাবাহিকের একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। আর সেখানে দেখা যাচ্ছে যে, নাগরানী রূপে নাগলোকে অধিষ্ঠিত হতে চলেছে পঞ্চমী। এমনকি সে প্রতিজ্ঞাও করছে যে, মানুষ ও সাপেদের মধ্যে সে সাপেদেরকেই বেছে নেবে। কিন্তু ওদিকে দেখা যাচ্ছে কিঞ্জলের (Kinjol) প্রাণহানির ভয়। তাকে তাড়া করছে একটি সাপ। সে চিৎকার করে পঞ্চমীকে ডাকছে তাকে উদ্ধার করার জন্য। তাহলে এবার নাগকূল নাকি স্বামী কাকে বেছে নেবে পঞ্চমী?
যদিও সে প্রশ্নের উত্তর জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে। তবে, এবার নাগরানী রূপে পঞ্চমীর লুক দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। এতদিন ধরে দর্শকদের আফসোস ছিল যে, নাগিন হয়ে পঞ্চমীর সাজপোশাকে তেমন জৌলুস ভাব ছিল না। তবে, এবার তার নতুন রূপে অবাক হয়েছেন সকলেই। এমনকি ভুরি ভুরি প্রশংসাও করছেন সকলে। একজন তো লিখেই বসেছেন যে, ‛সাক্ষাৎ দেবী’। এবার শুধু দেখার পালা আগামী দিনে কি কি টুইস্ট আসতে চলেছে ধারাবাহিকে।