×
EntertainmentVideoViral Video

Tum Tum, ট্রেন্ডিং গানে দুর্দান্ত নাচ ‘পঞ্চমী’ সুস্মিতার ও ‘কালনাগিনী’ শিঞ্জিনীর, তুমুল ভাইরাল ভিডিও

ট্রেন্ডিং ‛Tum Tum’ গানে রিল ভিডিওতে পা মেলালেন ‛পঞ্চমী’ ধারাবাহিকের নায়িকা ও খলনায়িকা। বর্তমানে এই গানটি বেশ ট্রেন্ডিংয়ে চলছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই এই গানটিতে ভিডিও করছেন। আর সেই তালিকায় এবার বাদ গেলেন না টলিপাড়ার এই দুই নায়িকা। বর্তমানে স্টার জলসার পর্দায় চলা জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‛পঞ্চমী’।

Tum Tum, ট্রেন্ডিং গানে দুর্দান্ত নাচ ‘পঞ্চমী' সুস্মিতার ও ‘কালনাগিনী' শিঞ্জিনীর, তুমুল ভাইরাল ভিডিও -

অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এই সিরিয়ালটি। ধারাবাহিকে নায়িকা পঞ্চমীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey)। অল্প সময় হল তিনি টেলি ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। কিন্তু তারমধ্যেই একেরপর এক সিরিয়ালে লিড রোলে তিনি কাজ করছেন। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, কিঞ্জলের মা তার ছেলেকে রক্ষা করার জন্য আর পঞ্চমীর উপর ভরসা রাখতে পারছেন না। আর তাইতো নিয়ে এসেছে অন্য কাউকে।

Tum Tum, ট্রেন্ডিং গানে দুর্দান্ত নাচ ‘পঞ্চমী' সুস্মিতার ও ‘কালনাগিনী' শিঞ্জিনীর, তুমুল ভাইরাল ভিডিও -

এমনকি তার সঙ্গে কিঞ্জলের বিয়েও দেবে ঠিক করেছে। আর এই সুযোগে কিঞ্জলদের বাড়িতে প্রবেশ করেছে নাগমাতা ও কালনাগিনী। যারা কিনা মানুষের ছদ্মবেশ ধারণ করে আছে। আর এই কালনাগিনীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শিঞ্জিনি চক্রবর্তী (Shinjinee Chakraborty)। এর আগে শিঞ্জিনিকে জি বাংলার পর্দায় ‛উমা’ ধারাবাহিকে অভিনয় করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Susmita Dey (@susmitadey.official)

আর এবার এই দুই অভিনেত্রী সুস্মিতা ও শিঞ্জিনিকে দেখা গেল ট্রেন্ডিং গানে রিল ভিডিও করতে। দুজনের পরণেই তাদের ধারাবাহিকের ক্যারেক্টার অনুযায়ী পোশাক রয়েছে। ভিডিও শেয়ার করে সুস্মিতা ক্যাপশনে লিখেছেন যে, ‛শটের মধ্যে আমরা যা করি’। সম্প্রতি তাদের করা এই রিল ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।