পল্লবী দেবনাথের ঘাম ঝরানো সেরা ৯ ওয়েব সিরিজ, ভুলেও পরিবারের সামনে দেখবেন না, একা দেখুন হেডফোন গুঁজে

Pallavi Debnath’s Web Series: অ্যাডাল্ট সিরিজের পরিচিত মুখ এখন পল্লবী দেবনাথ। ২০১০ সালে মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট ছিলেন তিনি। সেখান থেকে অভিনয়ে আসা খানিক চমকপ্রদ বলা যায়। তবে এই পল্লবী দেবনাথ (Pallavi Debnath) এখন অ্যাডাল্ট সিরিজে দর্শকদের রাতের ঘুম উড়াচ্ছেন সহজেই। একের পর এক সিরিজে এখন তাকে দেখা যায়। টেলিভিশনেও কাজ করেছেন তিনি। আজ আপনাদের পল্লবীর বেশ কিছু হট ও ঘাম ঝরানো সিরিজ সম্পর্কে জানাবো।
১) মামী নম্বর ১ (Mami Number.1):
সিনেপ্রাইম অ্যাপের মাধ্যমে রিলিজ হয়েছিলো মামী নম্বর ১ সিরিজ। সিরিজে রিঙ্কু নামের একটি ছেলের গল্প দেখানো হয়েছে। যেখানে রিঙ্কু মা-বাবা কিয়েকদিনের জন্য ঘুরতে যায়। সেই সময় তার কাকা-কাকিমা এসে থাকতে শুরু করে। রিঙ্কুর সাথে এক অবৈধ সম্পর্ক তৈরী হয় তার কাকিমার। তারা দুজনই দুজনকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু কি হবে তাদের সম্পর্কের তা জানতে দেখুন এই সিরিজটি।
২) Janghanya Upay:
কণিকা ও অভিষেকের গল্প দেখানো হয়েছে। যেখানে অভিষেক, কণিকাকে একটুও পছন্দ করে না। বরং বাড়িতেই অভিষেক তার প্রেমিকাকে নিয়ে আসে। তবে এক সময় কণিকা এক বাবার কাছে যায় কিভাবে তার স্বামীকে নিজের কাছে নিয়ে আসা যায় তা জানতে। কণিকা কি সফল হতে পারবে? তা জানতে দেখুন এই সিরিজ উল্লু অ্যাপের মাধ্যমে।
৩) Choodiwala:
মুরারি নামের এক ব্যক্তি গ্রামে ঘুরে চুড়ি বিক্রি করে। শুধু চুড়ি বিক্রি নয় মহিলাদের সাথে সেই সুযোগে শারীরিক সম্পর্ক তৈরী করে সে। একসাথে ভুঁড়ি, কাজরী ও সংগীতার নামের তিনটি মেয়ের সাথে সম্পর্ক তৈরী করে দেয় সে। কিন্তু তারা তিনজন জানতে পারে মুরারি তাদের সাথে চিটিং করছে। এমন অবস্থায় কি করবে সে? তা দেখুন এই সিরিজ উল্লুর মাধ্যমে।
৪) Maanglik:
এক বিবাহিতা মহিলা যার দেওর তাকে সবসময় পেতে চায়। কিন্তু বাড়িতে সেই সময় ভূতের উপদ্রব দেখা যায়। এক ভূত তাড়ানোর বাবা আসে ও বলে বাড়িতে একটা ভূতের ছায়া এসেছে। কি করবে এবার বাড়ির লোক? তা দেখুন এই সিরিজে।
৫) Shilajit:
এক গ্রামে যেখানে হাসপাতাল থেকে শিলাজিৎ দেওয়া হতো সব পুরুষদের। সেই পুরুষেরা শিলাজিৎ খেত সর্বদা কারণ তারা তাদেরকে স্ত্রীকে শারীরিক ইচ্ছা পূরণ করতে পারতো না। একসময় একটি লোক একবারে দুটো শিলাজিৎ খেয়ে নেয়। তারপরে কি হবে? তা জানার জন্য দেখুন এই সিরিজ।
৬) Ac Ki Taisi:
শীতল নামের এক মহিলা যার স্বামী শারীরিক ভাবে তার চাহিদা পূরণ করতে পারে না। এমন অবস্থায় তাদের বাড়িতে এসি ঠিক করতে আসে একটি ছেলে। শীতল তার সাথে শারীরিক সম্পর্ক তৈরী করে। প্রায় প্রতিদিন কার্যত তারা এই খেলায় মত্ত হয়ে ওঠে। একদিন শীতলের স্বামী হঠাৎ বাড়িতে আসে ও দেখে সেই ছেলেটি তাদের বাড়িতে আছে। এমন সময় কি করবে সে? তা জানতে হলে দেখুন এই সিরিজ।
৭) Haye Ye Aag:
রোশনি নামের এক লেখিকা যিনি একটি বই লেখে যার নাম ‘হায়ে ইয়ে আগ’। কিন্তু বইটা রিলিজ করার পরেই সবাই তা বয়কট করে। শুধুমাত্র সেক্স নিয়ে কথা হয়েছে এখানে এমনটাই বলা হয়। কিন্তু এবার রোশনি কি করবে তা জানতে দেখুন এই সিরিজটি।
৮) Latke Pe Jhatke:
এটাও দুর্দান্ত উষ্ণতায় ভরা একটি সিরিজ। দেব নামের বয়স্ক ব্যক্তি যে সদ্য বিবাহ করেন। তবে শারীরিক ভাবে কিছুতেই সে তার স্ত্রীকে সুখী করতে পারে না। পরে দেবের বন্ধু বলে একটা ওয়েবসাইট আছে যেখানে সেক্স সম্পর্কে জানানো হয়। দেবে সেখান থেকে শিখতে চায়। একদিন তার বাড়িতে একটি সেলস গার্ল আসে। তাকে সব ধরণের প্রোডাক্ট দেখায়। কিন্তু দেব সেসব দেখে বলে মেয়েটিকে নিজের উপর করে প্রয়োগ দেখাতে। কি হবে এবার তা আপনারা জানতে পারবেন এই সিরিজের মাধ্যমে।
৯) Thappa:
একটি মেয়ে যার স্বামী ও সন্তান মারা গেছে এক্সিডেন্ট করে। তবে মেয়েটির অফিসে বর্তমানে একটি ছেলে খুবই ভালোবাসে তাকে। ধীরে ধীরে মেয়েটিও ছেলেটিকে পছন্দ করে। একদিন মেয়েটির বাড়িতে গিয়ে ছেলেটির মা নিজের থেকে তাকে বিয়ের প্রস্তাব দেন। তবে এসব কিছুর পরেও ছেলেটির বাবা এই বিয়ে মানতে রাজি নয়। কি হবে তাহলে তাদের? দেখুন থাপ্পা সিরিজ প্রাইমশটের মাধ্যমে।
উল্লেখ্য এই কন্টেন্ট শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য।