Entertainment

দেখাশোনার নাম করে রোগীর সাথে চরম ঘনিষ্ঠ কাজের মেয়ে, ভুল করেও বাচ্চাদের সামনে দেখবেন না এই সিরিজ

Ullu Web Series: উল্লু অ্যাপের পালং তোড সিরিজ গুলি দর্শকদের প্রথম পছন্দের। অন্যান্য অ্যাপ থাকলেও উল্লুর প্রতি দর্শকদের সবসময়ই বাড়তি দুর্বলতা আছে। ‘Palang Tod: Siakiyan’, ‘Palang Tod: Damadji’ এই সিরিজ গুলি তো নিশ্চয়ই দেখা হয়ে গেছে। তবে আজকে যে সিরিজের কথা বলবো তা সবার থেকে আলাদা। দর্শকদের ঘাম ঝরাতে বাধ্য করেছে সেই সিরিজ। শুধু তাই নয় এখন অ্যাডাল্ট সিরিজে দর্শকদের হট ফেভারিট অভিনেত্রী থাকলে এমনিই হিট হবে তা বলার জায়গা রাখে না।

Series Name: পালং তোড় : জারুরাত (Palang Tod:Zaroorat)।

Cast: অ্যাডাল্ট সিরিজের বিখ্যাত নায়িকা শারন্যা জিৎ কৌর (Sharanya Jit Kaur) মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন।

Streaming Platform: Ullu

Web series Story: পরিচারিকা একজনের বাড়িতে কাজ করতে আসেন। সেখানে একজন প্যারালাইসিস পেশেন্টকে তাকে দেখতে বলা হয়। কিন্তু সেই রোগী তার পরিচারিকাকে দেখে প্রেমে পড়ে যায়। সেই পরিচারিকা একা থাকার সুযোগ নিয়ে সেই ছেলেটির সাথে শারীরিক সম্পর্ক তৈরী করে। কিন্তু পরিচারিকার এই শারীরিক সম্পর্কের কথা তার স্বামী জানতে পেরে যায়। এবার কি হবে? কোনদিকে গড়াবে ওয়েব সিরিজের গল্প? তা দেখতে পাবেন জারুরাত ওয়েব সিরিজের মধ্যে দিয়ে।

Release Date: ২০২২ সালের ২১সে এপ্রিল এই ওয়েব সিরিজ রিলিজ করেছিল।

Languages: হিন্দি সহ আরও ৬টি ভাষায় এই ওয়েব সিরিজ রিলিজ করেছে।

Subscription : উল্লুর মাধ্যমে এই সিরিজ দেখতে হলে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে। অতি অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে এই সিরিজ দেখে নিন।