শ্বশুরের সঙ্গে এক বিছানায় বৌমা, ভুলেও পরিবারের সামনে দেখবেন না এই ওয়েব সিরিজ

Palang Tod Siskiyaan Season 4 Part 2 web series on ULLU: উল্লু অ্যাপের পালং তোড় সিরিজ সবসময় দর্শকদের পছন্দের। উল্লুর প্রতি দর্শকদের সবসময়ই বাড়তি দুর্বলতা আছে। তবে আজকে যে সিরিজের কথা বলবো তা দেখলে নিজেকে সামলানো দায়। এই সিরিজের আগের সিজিনগুলিও ঘাম ঝরাতে বাধ্য করেছিল। শুধু তাই নয় এখন অ্যাডাল্ট সিরিজে দর্শকদের হট ফেভারিট অভিনেত্রী থাকলে এমনিই হিট হবে তা বলার জায়গা রাখে না।
Series Name: পালং তোড় : সিসকিয়ান সিজন ৪ পার্ট ২ (Palang Tod: Siskiyan Season 4 Part 2)
Cast: অ্যাডাল্ট সিরিজের বিখ্যাত নায়িকা নূর মালবিকা (Noor Malabika), হীরাল রাদাদিয়া (Hiral Radadiya) মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন।
Streaming Platform: Ullu
Web series Story: একজন বউকে দেখানো হয়েছিল যিনি তার শয্যাশায়ী শশুরের সেবায় নিবেদিত। তবে গল্পটি মোড় নেয় যখন শশুরের সাথে শুরু হয় বৌমার শারীরিক সম্পর্ক। ইতিমধ্যে, তার ছেলের সাথে বাড়ির পরিচালিকার যে সম্পর্ক সামনে এসেছিলো। তবে তার বউ শশুর আর শশুরের বন্ধুর সাথেও সম্পর্ক তৈরী করে। যার ফলে সেই বৌয়ের শরীরে পাগল হয়ে শশুরের বন্ধু তাকে কার্যত সব দিয়ে দেয়। কিন্তু শশুর তা সহ্য করতে পারে না। একই বাড়ির মধ্যে এমন অসম সম্পর্ক যে কোন দিকে মোড় নেবে তা এই সিরিজ না দেখলে বোঝা সম্ভব নয়।
Release Date: ২৩সে জুন এই ওয়েব সিরিজ রিলিজ করবে উল্লু অ্যাপের মাধ্যমে।
Languages: হিন্দি সহ আরও ৬টি ভাষায় এই ওয়েব সিরিজ রিলিজ করেছে।
Subscription : উল্লুর মাধ্যমে এই সিরিজ দেখতে হলে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে। অতি অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে এই সিরিজ দেখার জন্যই তৈরী থাকুন।
Others Cast: Tarakesh Chauhan, Sohail Khan, Pihu Singh প্রমুখ কলাকুশলীকে দেখা যাবে।