EntertainmentVideoViral Video

Bhojpuri Song : বন্ধ ঘরে মোনালিসার সাথে তুমুল রোমান্স পবন সিংয়ের, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

অভিনেত্রী মোনালিসা (Monalisa) কার্যত বহুবছর ভোজপুরি (Bhojpuri) ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন। নেহাতই ফ্যান ফলোইং কম নেই তার। যে কারণে এক সে এক সিনেমা ও তার গান গুলি পুরোনো হয়ে গেলেও এখনও ভাইরাল হয়। অন্যদিকে মোনালিসার সাথে অভিনেতা পবন সিং (Pawan Singh)  এর কেমিস্ট্রি মানুষের সবথেকে পছন্দের। তিনিও একজন ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা। যেমন সম্প্রতি ভোজপুরি (Bhojpuri Song) ‘সরকার রাজ (Sarkar Raj) সিনেমার গান হয়ে উঠেছে চরম ভাইরাল।

Bhojpuri Song : বন্ধ ঘরে মোনালিসার সাথে তুমুল রোমান্স পবন সিংয়ের, তুমুল ভাইরাল ভিডিও

একঘরে বন্ধ হয়ে মোনালিসা ও পবন সিং কার্যত উষ্ণতার সব সীমা লঙ্ঘন করেছেন। গানের (Bhojpuri Song) শুরুতেই লাল (Red) শাড়ি ও ব্লাউজে টুকটুকে নতুন বৌয়ের বেশে উপস্থিত হলেন মোনালিসা। ঘরে খুব ফুল দিয়ে সাজানো হয়েছে দেখে মনে হচ্ছে ফুলসজ্জার জন্যই এই বিশেষ সাজ। ভিডিওর শুরুতেই কার্যত হট (Hot) মোনালিসাকে দেখে উত্তেজিত হয়ে গেলেন নায়ক। নায়িকা নিজেই যেন যৌবনের সাগরে ডোবালেন পবন সিংকে।

Bhojpuri Song : বন্ধ ঘরে মোনালিসার সাথে তুমুল রোমান্স পবন সিংয়ের, তুমুল ভাইরাল ভিডিও

গানের নাম ‘কেওয়াদিয়া কে পালা সাটাকে’ (kewadiya Ke Pala Satake)। গানটি নিজেই গেয়েছিলেন পবন সিং। এক বিছানায় দুজনের মাখো মাখো প্রেম দেখলে চোখ সরানো দায় হয়ে যায়। ভিডিওর মধ্যেই বহুবার তাদের দুজনকে দেখা গেছে অন্তরঙ্গ মুহূর্তে। পবন বেশ কয়েকবার মোনালিসার শরীরে চুমু ও দিয়েছেন। ‘Wave Music’ নামের ইউটিউব চ্যানেল থেকে ৬ বছর আগে আপলোড করা হয় এই ভিডিও। এখনো পর্যন্ত ২ কোটি মানুষ দেখে নিয়েছেন তাদের হট ও ঘাম ঝরানো রোমান্স।

Watch Full Bhojpuri Song

কমেন্ট বক্স ভরে উঠেছে মোনালিসার প্রশংসায়। তার শরীরী হিল্লোল তোলা নাচ (Dance) অনায়েসেই পবন সমেত যে কোনো পুরুষকে কাবু করতে পারবে। অন্যদিকে পবন সিং একজন অভিনেতা (Actor) হওয়ার পাশেই এত সুন্দর গায়ক তা এই গানটি শুনলেই আপনি বুঝতে পারবেন। তাই সময় নষ্ট না করে দুর্দান্ত এই ভিডিওটি দেখে উপভোগ করুন।