×
Entertainment

Saregamapa Champion: যে গানটি গেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন পদ্মপলাশ, দেখে নিন ভিডিও

কোন গানটি গেয়ে ফাইনালে দর্শকদের মন জিতেছিলেন পদ্মপলাশ জানেন? বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় রিয়েলিটি শোয়ের মধ্যে একটি হল ‛সারেগামাপা’ (SaReGaMaPa)। দীর্ঘ কয়েকমাসের লড়াইয়ের পর অবশেষে গত রবিবার অনুষ্ঠিত হয়েছে গ্র্যান্ড ফিনালে। ৬ জন সেরা প্রতিযোগীকে নিয়ে এগিয়েছে গ্র্যান্ড ফাইনালের পর্ব। রীতিমতো চাঁদের হাট বসেছিল সেদিন।

৬ জনের মধ্যে থেকে হাড্ডাহাড্ডি লড়াই করে বেছে নেওয়া হয়েছে সেরার সেরাকে। তবে, অনুষ্ঠানের শুরুতে যতটাই উন্মাদনা ছিল, শেষে দর্শকদের মনে একরাশ ক্ষোভ সহ আক্ষেপ থেকে গেল। এমনকি ফের একবার পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে সারেগামাপা (SaReGaMaPa) নিয়ে। ৬ ফাইনালিস্টের মধ্যে সেরার সেরা শিরোপা জিতে নিয়েছে পদ্মপলাশ হালদার (Padma Palash Halder) ও অস্মিতা কর (Asmita Kar)।

Saregamapa Champion: যে গানটি গেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন পদ্মপলাশ, দেখে নিন ভিডিও -

এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অ্যালবার্ট কাবো (Allbert Kabo) ও সোনিয়া গ্যাজমের। তবে, বিচারকদের এই ফলাফলে একেবারেই খুশি হয়নি নেটিজেনরা। বরং তারা একাধিক প্রশ্ন তুলেছেন। তাদের মতে পদ্মপলাশ নয় এই রিয়েলিটি শোয়ের প্রকৃত বিজয়ী অ্যালবার্ট কাবো। পদ্মপলাশ অজয় চক্রবর্তীর ছাত্র বলেই সে জয়ী হয়েছে বলে দাবি সবার। সেই নিয়ে নেটিজেনরা রীতিমতো সুর চড়িয়েছেন। কিন্তূ কোন গানটি গেয়ে পদ্মপলাশ বিজয়ী হয়েছেন তা জানেন কি?

Saregamapa Champion: যে গানটি গেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন পদ্মপলাশ, দেখে নিন ভিডিও -

বরাবরই পদ্মপলাশকে ভক্তিগীতি গাইতে শোনা গিয়েছে। এদিন ফাইনালের মঞ্চেও তার ব্যতিক্রম ঘটেনি। বাংলা ও সংস্কৃত ভাষার মিশ্রনে তৈরি গণেশ বন্দনা গেয়েই চ্যাম্পিয়নের ট্রফি মাথায় তুলে নেন পদ্মপলাশ। তবে, নেটিজেনরা তার এই জেতা নিয়ে যেভাবে সুর চড়িয়েছেন এমনকি তার দিকে যে অভিযোগ তুলেছেন তা একেবারেই মানতে নারাজ পদ্মপলাশের আরেক গুরু ‛শ্রুতিনন্দন’-র ছাত্র অনল চক্রবর্তী।

তিনি বলেছেন যে, ‛পদ্মপলাশ আজ থেকে বারো বছর আগে যখন আমার কাছে গান শিখতে এসেছিল ওর বাবার সঙ্গে, সেদিনই লক্ষ্য করেছিলাম ওর মধ্যে খুব ভালো সংগীতিক বীজ  আছে। সাথে আছে আরও কতগুলো বিশেষ গুন। যে গুনগুলো মানুষকে বহুদূর এগিয়ে নিয়ে যায়। সেগুলো হল শ্রদ্ধা, বিনয়, সরলতা, বিচক্ষণতা আর পরিমিতি বোধ’।