বয়স ৪০ ছুঁইছুঁই, থাই স্লিট স্কার্টে উপচে পড়ছে যৌবন, পায়েলের ছবি দেখে হার্টবিট বেড়েছে ভক্তদের

বয়স প্রায় ৪০ ছুঁইছুঁই! কিন্তু তারপরেও তার রূপের আগুনে পুড়ে ছাই হন হাজারও পুরুষেরা। সম্প্রতি ফের একবার হট লুকে ধরা দিলেন অভিনেত্রী পায়েল সরকার। ছবি দেখে হার্টবিট বেড়েছে নেটিজেনদের। টলিউডের (Tollywood) প্রথম সারির জনপ্রিয় একজন নায়িকা হলেন পায়েল সরকার (Paayel Sarkar)। ছোটপর্দা বলুন বা বড়পর্দা অথবা ওয়েবসিরিজ (Webseries) সবেতেই তিনি কাজ করে পেয়েছেন তুমুল প্রশংসা।
View this post on Instagram
বর্তমানে তাকে খুব একটা সিনেমার পর্দায় দেখা যায় না। কিন্তু তারপরেও তার স্টাইল স্টেটমেন্ট থেকে হট লুক সবই নজর কাড়ে নেটিজেনদের। আগাগোড়াই মানুষের তারকাদের নিয়ে উন্মাদনা কিছু কম নয়। তারা কি খাচ্ছেন, কি পড়ছেন, কেমনই বা তারা স্টাইল করছেন সেসব দিকে নজর থাকে সবার। আর এবার পায়েলের (Paayel Sarkar) ফ্যাশান স্টেটমেন্টে মুগ্ধ হলেন অনুরাগীরা।
View this post on Instagram
সম্প্রতি পায়েলের (Payel Sarkar) বেশ কয়েকটি ছবি ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে। যেগুলো কিনা পায়েল নিজেই তার ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন। যেখানে কো-অর্ড সেটে ধরা দিয়েছেন অভিনেত্রী। জামাকাপড়ের ব্র্যান্ড ‛পাশমিনা’ থেকে এই আউটফিটটি বেছে নিয়েছেন অভিনেত্রী। এদিন ভি নেকের ক্রপটপ ও স্কার্ট-এ ধরা দিয়েছিলেন পায়েল। টপে অসাধারণ সিকুইন ওয়ার্ক করা ছিল। ছোট ছোট এমবেলিশমেন্ট টপে একটি ব্লিং এফেক্ট দিচ্ছে।
View this post on Instagram
তবে, এই টপের অন্যতম মূল আকর্ষণ ছিল কিন্তু স্লিভ ডিটেলিং। টপের পাশাপাশি একইভাবে স্কার্টেও সিকুইন ওয়ার্ক করা ছিল। থাই স্লিট এই স্কার্টে একেবারে অনবদ্য লুকে ধরা দিয়েছিলেন নায়িকা। মানানসই মেকআপ ও ডার্ক লিপস্টিকে একেবারে মোহময়ী লুক পায়েলের। কখনও পা ফ্লন্ট করে আবার কখনও একেরপর এক পোজে ধরা দিয়েছেন অভিনেত্রী। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) পায়েলের (Paayel Sarkar) এই লুক।