×
Entertainment

স্বল্প পোশাকে উপচে পড়ছে যৌবন, বোল্ড লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী পায়েল সরকার

টলিউডের খুবই সুপরিচিত নাম হলেন পায়েল সরকার। সুপারস্টার দেবের নায়িকার চরিত্রে ‘আই লাভ ইউ’ মুভি দিয়ে টলিউডে ডেবিউ করেন তিনি। এরপর তাঁকে আর ঘুরে তাকাতে হয়নি। আরও সব ভালো ভালো প্রোডাকশন থেকে অফার আসতে থাকে মুভির। এমনকি পর পর বেশ কিছু হিট ছবিও দিয়েছেন এই নায়িকা।

তবে বেশ কিছুদিন নায়িকা হয়ে গিয়েছিলেন আড়াল। সেরকমভাবে বিশেষ কোনো চরিত্রে দেখা মেলেনি নায়িকার। তাঁর ভক্তরাও ছিলেন প্রতীক্ষিত। দীর্ঘ প্রতীক্ষার পর নায়িকার ইনস্টাগ্রাম থেকে আপডেট আসতে থাকে ধীরে ধীরে। দেখা গেল নায়িকা নিজেকে সম্পুর্ন বদলে ফেলেছেন।

ADVERTISEMENT

‘আই লাভ ইউ হোক’ বা প্রেম আমার বা লে ছক্কা নায়িকার অভিনীত সব হিট হিট ছবিতে আমরা পায়েল সরকারকে মূলত মিষ্টি, শান্ত ও লক্ষ্মী মেয়ের চরিত্রে দেখেছি। এইভাবেই তাঁকে দেখতে তাঁর ভক্তরা অভ্যস্ত। তাই হয়তো নায়িকার বদলে যাওয়া রূপ মেনে নিতে পারছে না তাঁর ভক্তরা বিশেষ করে নেটিজেনরা। এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়ায় নায়িকাকে আক্রমন করেছে নেটিজেনদের দল।

মিষ্টি, লক্ষ্মী মেয়ের বেশ ছেড়ে নায়িকা এখন টলিউডের বাকি সব হট ডিভাদের দলে নাম লিখিয়েছেন। প্রতিটি ফটোশুট থেকে শুরু করে যে চরিত্র গুলিতে অভিনয় করছেন সবই বোল্ড অবতারে। তবে যে যায় বলুক সময়ের সাথে তাল মিলিয়ে চলতেই হয়তো নায়িকার এই পদক্ষেপ। হয়তো এই কারণেই নায়িকা আড়ালে ছিলেন। আর নিজেকে বদলে নিতেই কাজ পাচ্ছেন সময়ভিত্তিক ও দর্শক চাহিদাভিত্তিক।

প্রসঙ্গত, পায়েল সরকার সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করেছেন। যে ছবিতে নায়িকাকে দেখা যাচ্ছে খোলামেলা পোশাকে। হালকা বেগুনি রঙের খোলামেলা ড্রেসে বেরিয়ে আছে শরীরের অর্ধাংশ। ছবি পোস্ট করার কিছুক্ষনের মধ্যেই লাইক, কমেন্ট ও শেয়ার হয়েছে বহু। ইতিমধ্যেই ভাইরাল হয়ে যায় সে ছবি। মূলত পায়েলের সব ছবিই এখন ভাইরাল হয়ে থাকে। টলিউডের ভাইরাল কুইনের খাতায় নাম উঠতে চলেছে শীঘ্রই এই নায়িকার তাই অনুমান।

ADVERTISEMENT

Related Articles