মাথায় জটা, সারা গায়ে ছাই মেখে তান্ডব নাচ অক্ষয়ের! মুক্তি পেতেই ট্রেন্ডিংয়ে ‘OMG 2’-এর নতুন গান, না শুনলে চরম মিস

OMG 2 New Song Har Har Mahadev: দীর্ঘদিনের অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে চলে এলো ‘OMG 2’ ছবির নয়া গান। মাথায় জটা, সারা গায়ে ছাই মাখা, গলায় রুদ্রাক্ষের মালা, তাণ্ডব নৃত্যে মাতলেন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। হাজার হাজার ভক্তের সঙ্গে তাণ্ডব নৃত্যে মেতে উঠলেন ভগবান শিব ওরফে অক্ষয় কুমার।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এলো ‘OMG 2’ ছবির দ্বিতীয় গান ‘হর হর মহাদেব’। এই গানটি গেয়েছেন বিক্রম মন্ত্রস। নাচের কোরিওগ্রাফি করেছেন গণেশ আচারিয়া। গানের ভিডিওতে ভগবান শিবের চরিত্রে দেখা গেছে বলিউডের খিলাড়ি সুপারস্টারকে। ছবির পরিচালনা করেছেন অমিত রাই। উল্লেখ্য, OMG এর সিক্যুয়েল ছবি এটি।
অমিত রাই পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও মুখ্য চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। থাকছেন ইয়ামি গৌতম, অরুণ গোভিল। কৃষ্ণ রূপে নয় বরং এবার শিব রূপে দেখা যাবে অভিনেতাকে। ভক্ত কান্তিলাল শরণ মুগদল এর জন্য মর্তে আসবেন তিনি।
প্রথম থেকেই নানান বিতর্কে জড়িয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘OMG 2’। ইতিমধ্যেই সেন্সর বোর্ডের তরফে একাধিক দৃশ্যে চালানো হয়েছে কাঁচি। আগামী 11 অগাস্ট বক্স অফিসে মুক্তি পেতে চলেছে ‘OMG 2’। উল্লেখ্য, 2012 সালে মুক্তি পেয়েছিল ‘OMG’। ব্যবসায়িক দিক থেকে দারুন সাফল্য পেয়েছিল এই ছবি। প্রায় 11 বছর পর আসছে ছবির দ্বিতীয় অংশ। যদিও অনেক আগেই মুক্তি পেয়েছিল ছবি প্রথম লুক। তবে করোনা অতিমারির কারণে বন্ধ হয়ে যায় শ্যুটিং। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে ‘OMG 2’। প্রিয় অভিনেতাকে শিবের চরিত্রে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।