×
EntertainmentTrending

জাঁকজমক ছাড়াই বিয়ে করলেন জনপ্রিয় জুটি ওম-মিমি, নব দম্পতিকে শুভেচ্ছা নেটিজেনদের

ফের টলিপাড়ায় বাজলো বিয়ের সানাই। ভাবছেন তো এমন না জানিয়ে দুম করে কোন জুটি বিয়ে করে ফেললো? তাহলে শুনুন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী মিমি দওর সঙ্গে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওম সাহানির চার হাত এক হল। তবে, মিমি নামটা সবার কাছে খুব পরিচিত না হলেও ভুতুর মা কে কেই না চেনে। এককথায় বলা যেতে পারে ভুতুর মা হিসেবেই তাঁর পরিচিতি বেশি।

জানা গিয়েছে, ২০১১ সালে রূপসী বাংলা চ্যানেলে “আলোর বাসা” ধারাবাহিকে দুজনে একসঙ্গে কাজ করেছিলেন। এরপর ধারাবাহিক শেষ হওয়ার পর ২০১৭ সালে ফের দুজনের দেখা হয়। আর তারপরই ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেমের সূচনা। আর তারপরই তাঁদের ভালোবাসা প্রকাশ্যে আসে ২০২০ সালে। আর তারপরই হটাৎ করেই রেজিস্ট্রি সেরে ফেললেন টলিপাড়ায় এই দুই জুটি।

সম্প্রতি মিমি এবং ওম দুজনেই তাদের ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে ছবি পোস্ট করেছেন। আর সেখানে দেখা যাচ্ছে যে, মিমির পরনে ছিল গোলাপি রঙের শাড়ি ও হালকা সোনার গয়না। আর ওমের পরনে ছিল ধুসর রঙের পাঞ্জাবি। মিষ্টি হাসি ভালোবাসার চাউনি দিয়ে একে অপরের দিকে তাকিয়ে ছিলেন। আর সামনে ছিল বড় দোতলা কেক। সম্ভবত রেজিস্ট্রি উপলক্ষেই তাঁরা এই কেক কেটে সেলিব্রেট করবেন। তবে, অভিনয় ছাড়াও মিমি কাউন্সেলিং এর কাজ করেন।

বিয়ের প্রসঙ্গে ওম বলেছেন যে, কোনো সামাজিক বিয়ের পরিকল্পনা নেই। তবে, পরিস্থিতি বুঝে ফেব্রুয়ারিতে অনুষ্ঠান করার চিন্তাভাবনা রয়েছে। সম্প্রতি ওম ও মিমির পোস্ট করা এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।