Ankush-Oindrila: বিচ্ছেদের গুঞ্জনের মাঝে অঙ্কুশের সঙ্গে অন্তরঙ্গ ছবি দিয়ে যা লিখলেন ঐন্দ্রিলা!

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই জন্মদিনে অঙ্কুশকে (Ankush Hazra) শুভেচ্ছা জানালেন ঐন্দ্রিলা (Oindrila Sen)। তারা হলেন টলিপাড়ার লাভ বার্ডস। তাদের প্রেমের কথা আশাকরি কারোরই অজানা নয়। ১৩ বছর পেরিয়ে আজ ১৪ বছরে পা রেখেছে তাদের সম্পর্ক। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় এই তারকা জুটি। মাঝে মধ্যে ছবি ও রিল ভিডিওর পাশাপাশি ধরা পড়ে এদের দুষ্ট-মিষ্টি মজার ভিডিও।
View this post on Instagram
এককথায় বলতে রিল থেকে রিয়েল সব জায়গাতেই হিট এই জুটি। কিন্তু দিন কয়েক আগে অঙ্কুশের করা একটি পোস্ট ঘিরে শুরু হয় বিতর্ক। নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি পোস্ট করে অভিনেতা লিখেছিলেন যে, ‛কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানি না’। এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কি হতে পারে? বাকিটা ব্যাক্তিগত’।
View this post on Instagram
আর তারপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে চর্চা চলতে থাকে আনাচে-কানাচে। কিন্তু বিষয়টি আসলে কি সেটা বোধগম্ম হচ্ছে না কারোরই। তবে, এসবের মাঝেই অঙ্কুশের জন্মদিনে ভালোবাসায় ভরা পোস্ট করলেন ঐন্দ্রিলা। সম্প্রতি ঐন্দ্রিলা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অঙ্কুশের সঙ্গে তোলা একটি রোম্যান্টিক ছবি পোস্ট করেছেন। দুজনের পরণেই রয়েছে সাদা রঙের পোশাক।
View this post on Instagram
ছবি শেয়ার করে ঐন্দ্রিলা ক্যাপশনে লিখেছেন যে, ‛হ্যাপি বার্থ ডে মাই ওয়ান এন অনলি ভ্যালেনটাইন। আই লাভ ইউ’। ছবি শেয়ার করতেই নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন কমেন্টবক্স। কেউ অঙ্কুশকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আবার কেউ তো আবার কমেন্ট বক্সে বিয়ে কেন হচ্ছে না সেই প্রশ্নও করেছেন। তবে, অঙ্কুশের ওই পোস্ট আদতে তাদের নতুন কোনো ছবির প্রচার কিনা সেই নিয়েও দ্বন্ধে রয়েছেন অনেকেই।