Entertainment

Oindrila Sen : পোশাকের ফাঁকে উন্মুক্ত বক্ষ বিভাজিকা! হট লুকে পুরুষ ভক্তদের ঘুম কাড়লেন অভিনেত্রী ঐন্দ্রিলা, রইল ছবি

Advertisement
Advertisements

এই গরমে কোথায় ঘুরতে যাবেন? নিশ্চয়ই ঠান্ডার জায়গায় যাওয়ার কথা ভাবছেন। কিন্তু খোঁজাখুঁজি করেও তো বাজেটের মধ্যে পছন্দ মতো জায়গা পাচ্ছেন না। সাধারণ মানুষের যদিও ঘুরতে যাওয়ার আগে টাকার ব্যাপারটা মাথায় রাখতে হয়। কিন্তু সেলিব্রেটিদের তো সেসবের বালাই নেই। উঠলো বাই তো কটক যাই – মতো যেখানে সেখানে ঘুরতে বেরিয়ে যান। যেমন সম্প্রতি ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) ছুটি কাটাতে গিয়েছেন আইসল্যান্ডে। অবশ্যই এত ঠান্ডা জায়গায় একা যাবেন তা কি হয়!

 

View this post on Instagram

 

A post shared by Oindrila Sen (@love_oindrila)

সাথে আছেন প্রেমিক অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। আইসল্যান্ড পৌঁছেই ছবি শেয়ার করছেন এই জুটি। এর মধ্যেই ঐন্দ্রিলা শেয়ার করেছেন সেখানকার বিখ্যাত ব্লু লাগুনের ছবি। ব্লু লাগুনের নীল জলে নেমে ছবি তুলেছেন। নিজের ইনস্টাগ্রামে ইতিমধ্যে শেয়ার করেছেন ঐন্দ্রিলা। পরনে রয়েছে গোলাপি-সাদা-গ্রে প্রিন্টেড মনোকিনি। শীতল এই স্থানের উষ্ণতা বাড়িয়েছে তাঁর ক্লিভেজ। ফটোতে বেশ স্পষ্ট ধরা পড়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Oindrila Sen (@love_oindrila)

চুলে খোঁপা, নো মেকআপ লুকে দেখা গেছে। চারপাশ ধোঁয়াটে। তার মধ্যেই উপভোগ করছেন স্পায়ের আনন্দ। ছবিগুলি শেয়ার করে ঐন্দ্রিলা ক্যাপশন লিখেছেন -“স্বপ্ন”। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), পুজা ব্যানার্জী (Puja Banerjee) সবাই ঐন্দ্রিলার প্রশংসা করেছেন। নেটিজেনদের একাংশ আবার ঐন্দ্রিলার সেক্সি লুকের জন্য সমালোচনা করতেও ছাড়েননি।

 

View this post on Instagram

 

A post shared by Oindrila Sen (@love_oindrila)

‘লাভ ম্যারেজ’ সিনেমাটি পয়লা বৈশাখের দিন রিলিজ করেছিল। যেখানে একসাথে অঙ্কুশ ও ঐন্দ্রিলা অভিনয় করেছিলেন। অঙ্কুশ-ঐন্দ্রিলার বাস্তবের প্রেমের বয়স কিন্তু ১৩ বছর। বিয়ে কবে হবে এই নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে থাকে সবসময়। যদিও এখনই বিয়ের পথে হাঁটতে রাজি নন এই জুটি। বরং এখন তাঁরা আইসল্যান্ডে ব্লু লেগুনে একসাথে মজে রয়েছেন।