×
Entertainment

বিয়ের গুঞ্জনের মাঝে হিমাচলে বেড়াচ্ছেন, অঙ্কুশের সাথে অন্তরঙ্গ ছবি দিলেন ঐন্দ্রিলা

টলিউডের নামকরা প্রথম সারির অভিনেতার মধ্যে একজন হলেন অঙ্কুশ হাজরা। তাঁর অভিনয় ও নাচ দিয়ে সে জয় করে নিয়েছে সকল দর্শকের মন। তাঁকে দেখার জন্য মেয়েরা রীতিমতো পাগল। অভিনয়ের পাশাপাশি সে একজন দক্ষ ড্যান্সারও বটে। তাঁর লুক, স্টাইল সবই পছন্দ করেন দর্শকেরা।

অন্যদিকে বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন ঐন্দ্রিলা। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল সাত পাকে বাঁধা তে দুস্টু চরিত্রে তাঁর অভিনয় সকল দর্শকদের নজর কেড়েছিল। তার দুস্টু মিষ্টি হাসিতে মজেছিল সবার মন।

ADVERTISEMENT

তবে, সম্প্রতি ঐন্দ্রিলার বড় পর্দায় নাম লিখিয়েছে। আর সেখানে অঙ্কুশ সঙ্গেই জুটি বেঁধেছেন ঐন্দ্রিলা। তবে, অঙ্কুশ এবং ঐন্দ্রিলা রিল লাইফে জুটি বাঁধলেও তাঁরা যে রিয়েল লাইফ জুটি তা কারোরই অজানা নেই। এমনকি আসছে বছর যে তাঁরা সাত পাকে বাঁধা পড়তে পারেন সে গুঞ্জনও শোনা যাচ্ছে। আর তাই বিয়ের আগেই নতুন গাড়ি কিনে ফেলেছেন তারা।

আর এবার বিয়ের জল্পনার মধ্যেই ঐন্দ্রিলাকে নিয়ে বেড়াতে হিমাচল প্রদেশ উড়ে গেছেন অভিনেতা অঙ্কুশ। সম্প্রতি সেখান থেকেই ঐন্দ্রিলা একটি ছবি পোস্ট করেছেন ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে। ছবিতে দেখা যাচ্ছে যে, অঙ্কুশ এবং ঐন্দ্রিলা একে অপরকে জড়িয়ে রয়েছে। দুজনের পরণেই রয়েছে শীতের পোশাক। ছবিটি তাঁরা হিমাচল প্রদেশের সিমলা মল রোডে তুলেছেন।

ছবিটি পোস্ট করে ঐন্দ্রিলা ক্যাপশনে লিখেছেন যে, একটি তুষার ফ্লেকের সৌন্দর্যের প্রশংসা করার জন্য ঠান্ডায় দাঁড়িয়ে থাকা প্রয়োজন। শৈলশহরে দুজনেই যে প্রেমে মাতোয়ারা হয়েছেন তা তাঁদের ছবি দেখলেই বোঝা যাচ্ছে। সম্প্রতি তাঁদের এই ছবিই ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles