×
EntertainmentTrendingViral Video

‘ও টুম্পা সোনা, দুটো হাম্পি দেনা’- গানে উদ্দাম নাচ পাড়ার বৌদিদের, মুহূর্তে ভাইরাল ভিডিও

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার ব্যবহার সকলেই করে থাকে। দৈনন্দিন জীবনের বিনোদনের একটি মাধ্যম হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার কিছু ঘটনা যেমন আমাদের অবাক করে তোলে তেমনি কিছু কিছু এমন ঘটনা রয়েছে যা সকলের মুখে হাসি ফোটায়। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া ছাড়া একটা দিনও কল্পনা করা মুশকিল। বাচ্চা থেকে শুরু করে বুড়ো সকলেই সোশ্যাল মিডিয়ায় একটিভ থাকতে পছন্দ করে।

ফেসবুক হোয়াটসঅ্যাপ এর মত ইনস্টাগ্রামও আমাদের মুখে হাসি ফোটানোর একটি মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও পোস্ট করা হলে সেটি সাথে সাথে ভাইরাল হয়ে যায়। এছাড়া সেলিব্রেটিরাও সোশ্যাল মিডিয়ায় তাদের জীবনের মুহূর্ত গুলি তুলে ধরে। এবং তাদের পোস্ট দেখতে সকলেই পছন্দ করে।

ADVERTISEMENT

কিছুদিন আগে এই নেট দুনিয়ায় একটি গান ঝড়ের বেগে ভাইরাল হয়। গানটি হল টুম্পা। গানটি আপলোড করার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। গানটিতে টুম্পা হল একটি মেয়ে যে একটি ছেলের জীবনে এসে তার জীবন পরিবর্তন করে দেয়। নেট দুনিয়ায় সকলেই গানটি খুব পছন্দ করছে।

অনেকে গানটি অনুকরণ করে ভিডিও তৈরি করছে। সম্প্রতি এই অনুকরণ করা ভিডিও গুলির মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি পাড়ায় ছেলেমেয়ে কাকু-কাকিমারা এই টুম্পা গানে সকলে একসাথে নাচ করছে। দুর্গাপূজায় বাঙালিরা নাচ করবে না তা কি সম্ভব? তবে এই ভিডিওটি সকলের নজর কেড়েছে।

আপনারা যদি ভিডিওটি এখনো পর্যন্ত না দেখে থাকেন তবে চটপট গিয়ে এখনি দেখে নিন। সকলের ভাল লাগবে।

ADVERTISEMENT

Related Articles