×
EntertainmentVideoViral Video

গাড়ি থেকে নামতে গিয়ে বেসামাল কাজল কন্যা নাইসা! ‘নেশাখোর’ বলে কটাক্ষ নেটবাসীর

মাত্র ১৯ বছর বয়সেই যা লাইম লাইট পাচ্ছেন অজয় (Ajay Devgan) ও কাজল (Kajol) কন্যা নাইসা তা বলার মতো নয়। তবে লাইম লাইট থেকে ‘বিতর্কিত লাইট’ বললেই সবথেকে বেশি ভালো হবে। আবারো সেই বিতর্ক উস্কে নিলো নাইসার (Nysa Devgan) একটি ভিডিও। যেখানে গাড়ি থেকে নামতে গিয়ে দরজায় মাথায় ঠোকা খান তনুজার নাতনি। ব্যাস সাথে সাথেই প্রশ্নবান ছুটে আসে নেটিজেনদের থেকে।

গাড়ি থেকে নামতে গিয়ে বেসামাল কাজল কন্যা নাইসা! 'নেশাখোর' বলে কটাক্ষ নেটবাসীর -

দিন কয়েক আগেই রাতে পার্টি থেকে ‘টলমল পায়ে’ বার হতে দেখা গিয়েছিল নাইসাকে। ঘাঁটা লিপলিস্ট, এলোমেলো চুলে সোজাভাবে হাঁটতে পারছিলেন না। দেহরক্ষির সাহায্যে কোনোমতে গাড়ি পর্যন্ত পৌঁছেছিলেন। সেই মুহূর্ত ভাইরাল হতেই কম কাঁদা ছোড়েননি দর্শকরা। তার পরে আগুন অল্প ঠান্ডা হলেও আবার কার্যত নাইসা নিজেই যেন সেই আধো আঁচে ঘি ঢালার মতো কাজ করছেন।

এদিন ব্লু ডেনিম আর কমলা রঙা বেলুন স্লিভস টপে দেখা মিলেছে নাইসার। নেটিজেনদের বিতর্কিত কমেন্ট ছিল দেখার মতো। কেউ লিখেছেন -‘বাবা বিমল খায়, মেয়ে তো নেশাখোর হবেই’। তো দ্বিতীয়জনের বক্তব্য -‘এত বেসামাল কেন?’ অনেকেই আবার কড়াভাবে ‘মাতাল মেয়ে’ বলেও বিদ্রুপ করতে ছাড়েননি নাইসাকে। সদ্য বিদেশ থেকে পড়াশোনা করেছেন নাইসা।

সিঙ্গাপুরে হাইস্কুল শেষ করে সুইজারল্যান্ডের জিলায়ন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশনে ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন। মা কাজল তাঁর মেয়েকে এখনই অভিনয়ে আসতে দিতে চান না সে কথা খোলা খুলি বলেছিলেন। এমন ট্রোলিং সামলানোর জবরদস্ত টিপস কাজল তাঁর মেয়েকে রীতিমতো দিয়ে রেখেছেন তা এক সাক্ষাৎকারে নিজেই শিকার করেছিলেন নায়িকা। তাহলে কি এইধরণের মুহূর্ত সামলাতে পারবেন নাইসা এখন সেটাই দেখার।