Advertisement
Entertainment

Nysa Devgan: ক্যামেরার সামনে খোলামেলা পোশাকে কাজল কন্যা নাইসা, দেখে হাঁ নেটিজেনরা

Advertisement
Advertisements

মাত্র ১৯ বছর বয়সেই যা লাইমলাইট পাচ্ছেন অজয় (Ajay Devgan) ও কাজল (Kajol) কন্যা নাইসা তা বলার মতো নয়। তবে লাইমলাইট থেকে ‘বিতর্কিত লাইট’ এ বেশি জড়িয়েছেন তিনি। তার ফ্যাশন নিয়ে সবসময়ই নেটিজেনরা প্রশংসা করেছেন। পরিণত শরীরে অপরিণত পোশাক নাইসার যেন সিগনেচার হয়ে উঠেছে। আর সেই ঝলক এবার বজায় থাকলো আম্বানি পরিবারের অনুষ্ঠানেও। আবারো নাইসার (Nysa Devgan) দুর্দান্ত বোল্ড লুক হয়ে উঠেছে ব্যাপক ভাইরাল।

 

View this post on Instagram

 

A post shared by nysa_devgan (@nyasa_devgan_)

Advertisements

‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’ উদ্বোধনের অনুষ্ঠানে নাইসা পৌঁছেছিলেন মা কাজলের হাত ধরে। রেড কার্পেটে কার্যত আগুন ঝরিয়েছেন ১৯ বছরের কন্যা। ফেদার কাট আউট ড্রেসে নাইসাকে দেখা গিয়েছিলো। তার পোশাকের নিচের অংশ ছিল আলাদা ও উপরের অংশ ছিল ডিপ নেক। যার ফলে স্তন যুগল সম্পূর্ণ স্পষ্ট।

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by nysa_devgan (@nyasa_devgan_)

রুপোলি রঙের এই পোশাকের সাথেই ফেদার শেপেড বেডস দেখা গেছে। সাজ সম্পূর্ণ করতে কেপও পরেছিলেন তিনি যার ফলে সম্পূর্ণ প্রিন্সেস লুকেই ধরা দিয়েছেন। গাঢ় চোখের মেকআপ, মাং টিকা, খোলা চুলে ঝড় তুলেছেন। মা কাজলের পরনে ছিল ক্রিম রঙের ভারী কাজ করা গ্রাউন। মা-মেয়ের জুটির সাথেই রেখা (Rekha) কে দেখা গেছে সবুজ রঙের শাড়িতে জমিয়ে পোজ দিতে।

 

View this post on Instagram

 

A post shared by Kajol Devgan (@kajol)

সুহানা খান, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর কেউই নাইসার মতো লাইমলাইট কেড়ে নিতে পারেননি এই অনুষ্ঠানে। বর্তমানে বিদেশ থেকে পড়াশোনা করেছেন নাইসা। সিঙ্গাপুরে হাইস্কুল শেষ করে সুইজারল্যান্ডের জিলায়ন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশনে ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন। মা কাজল তাঁর মেয়েকে এখনই অভিনয়ে আসতে দিতে চান না সেকথা খোলাখুলি বলেছিলেন। তবে কবে নাইসা বলিউডে পা রাখেন এখন সেটাই দেখার।