Entertainment

‘মডেলিং ছেড়ে মানুষের জন্য কিছু কাজ করুন!’ জ্যাকেট খুলে ফটোশুট করে কটাক্ষের মুখে নুসরত জাহান

Nusrat Jahan: ‛দেশলাই কাঠি’! ট্রেন্ডিং ‛O Gaddiyan Uchiya Rakhiya’ গানে রিল ভিডিও শেয়ার করতেই অভিনেত্রীকে কটাক্ষ নেটিজেনদের। মুহূর্তে ভাইরাল ভিডিও। বাংলা চলচ্চিত্র জগতের প্রথম সারির একজন অভিনেত্রী হলেন নুসরত জাহান (Nusrat Jahan)। অভিনয়ের কারণে তিনি যতটা না জনপ্রিয় তার চেয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বারংবার সংবাদের শিরোনামে উঠে আসেন। বয়স ৩৯ হলেও এখনও তার লুক নজর কাড়ে ভক্তদের। এককথায় নুসরত হলেন টলিউডের (Tollywood) ফ্যাশানিস্তা।

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

বরাবর নুসরত কোনো না কোনো কারণে থাকেন বিতর্কের মুখে। এককথায় বলা চলে বিতর্ক ও নুসরত জাহান এযেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। মাঝেমধ্যেই নিজের উষ্ণ লুক দিয়ে ঝড় তোলেন নেট মাধ্যমে। ব্যক্তিগত জীবনের নানান টানাপোড়েন নিয়ে দীর্ঘদিন যাবত ধরে তিনি উঠে আসছেন সংবাদের শিরোনামে। যদিও এখন সবকিছুই স্পষ্ট সকলের কাছে। আপাতত স্বামী, সন্তান ও কেরিয়ার তিনটেই সমান তালে সামলে চলেছেন অভিনেত্রী। কারোর কাছেই আর কোনো ধোঁয়াশা নেই নুসরতের জীবন নিয়ে।

যশ – নুসরতের (Yash- Nusrat) সম্পর্কের সমীকরণ এখন সকলের কাছেই দিনের আলোর মতো পরিষ্কার। একজন অভিনেত্রী, সাংসদ-র বাইরে গিয়েও নুসরতের (Nusrat Jahan) নতুন একটি পরিচয় হল তিনি ঈশানের মা। তবে, সন্তান হওয়ার পর যতদিন যাচ্ছে ততই যেন গ্ল্যামার উপচে পড়ছে নুসরতের। আর সেই গ্ল্যামারের আগুনে পুড়ে ছাই হচ্ছেন অভিনেত্রীর পুরুষ ভক্তরা।

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

সম্প্রতি নুসরত (Nusrat Jahan) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও (Video) শেয়ার করেছেন। যেখানে তাকে ট্রেন্ডিং ‛O Gaddiyan Uchiya Rakhiya’ গানে রিল ভিডিও করতে দেখা যাচ্ছে। তার পরণে রয়েছে সাদা রঙের টপ ও কালো রঙের প্যান্ট। সঙ্গে আবার প্যান্টের সঙ্গে ম্যাচিং করে কোর্টও ক্যারি করেছেন। পায়ে কালো বুট ও চোখে সানগ্লাস। গানের সঙ্গে সঙ্গে একেরপর এক পোজে ধরা দিচ্ছেন অভিনেত্রী। পাশাপাশি তাকে বডিফ্ল্যান্ট করতেও দেখা যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

ভিডিও ভাইরাল (Viral) হতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। অনেকেই তাকে দেখে প্রশংসা করে লিখেছেন যে, ‛আগুন’। আবার কেউ লিখেছেন ‛সুপার’। আবার বরাবরের মতো কেউ কেউ নোংরা কমেন্ট করতেও ছাড়েননি। কেউ লিখেছেন ‛দেশলাই কাঠি’। আবার কেউ লিখেছেন ‛এর থেকে বাড়ির জানালায় বসা কাক গুলো অনেক সুন্দরী’। এক নেটিজেন লিখেছেন, ‘মডেলিং ছেড়ে মানুষের জন্য কিছু কাজ করুন!’, সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল নুসরতের এই ভিডিও (Video)।