×
Entertainment

Nusrat Jahan: গুরু গৌর গোপাল দাসের সঙ্গে ছবি শেয়ার করতেই নেটিজেনদের কটাক্ষের মুখে নুসরত

একেবারে যোগ্য সঙ্গত! গুরু গৌর গোপাল দাসের সঙ্গে ছবি পোস্ট করতেই কটাক্ষ নুসরতকে (Nusrat Jahan)। একদিকে বাংলা চলচ্চিত্র জগতের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী হলেন নুসরত জাহান। আর অন্যদিকে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় একজন ব্যক্তিত্ব হল গৌর গোপাল দাস (Gaur Gopal Das)। লাইফ স্টাইল, চাকরি থেকে শুরু করে জীবনের কঠিন পরিস্থিতি সহ নানান কিছু নিয়ে তাকে ভিডিও করতে দেখা যায়। আর যা ভাইরালও হয় ঝড়ের গতিতে।

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

সম্প্রতি তাকে নিয়েই ছবি পোস্ট করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক এক্টিভ নুসরত। রোজদিনই থাকে তার নতুন নতুন আপডেট। কখনও উষ্ণ ফটোশ্যুটে আবার কখনও রিল ভিডিও পোস্ট করে উঠে আসেন সংবাদের শিরোনামে। তবে, এবার আর বোল্ড লুকে নয় বরং ধরা দিয়েছেন সালোয়ারে। সবুজ রঙের সালোয়ারে একেবারে নো মেকআপ লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী তথা সংসদ।

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

ছবি শেয়ার করে ক্যাপশনে গৌর গোপাল দাসের একটি বাণী লিখেছেন নুসরত। যেখানে লেখা আছে ‛স্পিকিং লেস এন্ড ডুয়িং মোর, ইটস দা আর্ট অফ ডেয়ারিং, কেয়ারিং এন্ড শেয়ারিং’। তবে, ছবি শেয়ার করতেই একেরপর এক কটাক্ষের বন্যা বয়েছে নুসরতকে নিয়ে। কেউ লিখেছেন ‛একেবারে যোগ্য সঙ্গত! একজন ইস্কনের হয়ে সনাতন ধর্মের পিন্ডি দেন আরেকজন সিঁদুর পরে সেটাকে লিভ ইন বলেন’। আবার কেউ মজা উড়িয়ে লিখেছেন যে, ‛কি কামডাই না করলেন’। সঙ্গে হাততালির ইমোজি দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

টলিউডের তথা পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য হলেন নুসরত। পাশাপাশি গত বছর পেয়েছেন মহানায়িকার সম্মান। কিন্তু তারপরেও তাকে প্রতিদিন কোনো না কোনো কটাক্ষের মুখে পড়তে হয়। যদিও তা নিয়ে কুচপরোয়া নেই অভিনেত্রীর। তিনি নিজের মতো করে জীবন কাটাচ্ছেন। আগামী দিনে নুসরতকে ‛জয় কালী কলকাতাওয়ালি’, ‛মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবিতে দেখা যাবে। এছাড়াও তার বলিউডে কাজ করার কথা চলছে। সবমিলিয়ে নুসরতের নতুন বছরটা বেশ ভালোই কাটতে চলেছে বলা যায়।