×
Entertainment

ট্রান্সপারেন্ট শাড়িতে সুপার হট লুকে অভিনেত্রী নুসরাত, ছবি দেখে ঘুম উড়েছে অনুগামীদের

নুসরত জাহান (Nusrat Jahan) বাংলা সিনেমার অন্যতম অভিনেত্রী। শুধু অভিনয় নয় রাজনীতির মাটিতেও দুর্দান্ত নাম করেছেন তিনি। ২০২১ সালে তিনি কার্যত জড়িয়েছিলেন বিভিন্ন বিতর্কের মুখে। তবে সেসব কাটিয়ে আবারো কাজে ফিরেছেন তিনি। সাথেই নিজের টোনড ফিগার ও দুর্দান্ত লুকের জন্য আবারো খবরের শিরোনামে এসে গেছেন অভিনেত্রী। সম্প্রতি ট্রান্সপারেন্ট শাড়িতে ও স্মোকি অবতারে ধরা দিলেন অভিনেত্রী নুসরত জাহান।

ট্রান্সপারেন্ট শাড়িতে সুপার হট লুকে অভিনেত্রী নুসরাত, ছবি দেখে ঘুম উড়েছে অনুগামীদের -

নিজের লুকের ভিন্ন ফটো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। নুসরতের পরনে অফ-হোয়াইট রংয়ের ট্রান্সপারেন্ট শাড়ি ও অফ হোয়াইট রঙের সরু ফিতের ডিপনেক ব্লাউজ। সম্পূর্ণ ফটো জুড়ে ধোঁয়া ও নিয়ন আলোর ছটা দেখা গেছে। স্মোকি আই মেকআপ, খোলা চুল, কপালে ছোট্ট টিপ যেন অজান্তেই অভিনেত্রীর রূপের ছটা বের করেছে।

ট্রান্সপারেন্ট শাড়িতে সুপার হট লুকে অভিনেত্রী নুসরাত, ছবি দেখে ঘুম উড়েছে অনুগামীদের -

ছবির সাথে ক্যাপশনে নুসরত লিখেছেন – ‘আমি নিজেই নিজের একটা পরীর গল্প লিখছি’। কোনো ফটোতে উপরের দিকে তো আবার উষ্ণতায় মাখা হাত দুটি দিয়ে নিজের মাথার চুল ধরে পোজ দিয়েছেন তিনি। মুহূর্তের মধ্যেই হাজার হাজার লাইক ও কমেন্ট ছারিয়ে গেছে। সবাই কার্যত এমন লুকে নুসরতকে দেখে শীতের মধ্যেই উষ্ণ হতে বাধ্য।

ট্রান্সপারেন্ট শাড়িতে সুপার হট লুকে অভিনেত্রী নুসরাত, ছবি দেখে ঘুম উড়েছে অনুগামীদের -

২০২৩ সালে পর পর সিনেমা রিলিজের অপেক্ষায় আছে। ‘জয় কালি কোলকাত্তাওয়ালি’ ও ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ দুটি সিনেমা রিলিজ হবে সিনেমা হলের মাধ্যমে। তার এই নতুন লুক আরও কত দূর ভালোলাগায় সাধারণ মানুষকে এখন যদিও শুধু সেটাই দেখার।

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)