EntertainmentViral Video

‘অম্বল হয়ে গেল’! মঞ্চের উপর গান গেয়ে নেটবাসীদের কটাক্ষের মুখে সংসদ অভিনেত্রী নুসরত, রইল ভিডিও

Advertisement
Advertisements

‛গানের গলা শুনে অম্বল হয়ে গেল’! নুসরতের (Nusrat Jahan) গানের গলা শুনে কটাক্ষ নেটিজেনদের। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। কাজের কারণে সংবাদের শিরোনামে না থাকলেও ব্যাক্তিগত কারণে বরাবর থাকেন বিতর্কের মুখে। এককথায় বলা চলে বিতর্ক ও নুসরত জাহান এযেন একই মুদ্রার এপিঠ ওপিঠ।

মাঝেমধ্যেই নিজের উষ্ণ লুক দিয়ে ঝড় তোলেন নেট মাধ্যমে। ব্যাক্তিগত জীবনের নানান টানাপোড়েন নিয়ে দীর্ঘদিন যাবৎ ধরে তিনি উঠে আসছেন সংবাদের শিরোনামে। যদিও এখন সবকিছুই স্পষ্ট সকলের কাছে। আপাতত স্বামী, সন্তান ও কেরিয়ার তিনটেই সমান তালে সামলে চলেছেন অভিনেত্রী। কারোর কাছেই আর কোনো ধোঁয়াশা নেই নুসরতের জীবন নিয়ে।

যশ – নুসরতের (Yash- Nusrat) সম্পর্কের সমীকরণ এখন সকলের কাছেই দিনের আলোর মতো পরিষ্কার। একজন অভিনেত্রী, সাংসদ-র বাইরে গিয়েও নুসরতের (Nusrat Jahan) নতুন একটি পরিচয় হল তিনি ঈশানের মা। তবে, সন্তান হওয়ার পর যতদিন যাচ্ছে ততই যেন গ্ল্যামার উপচে পড়ছে নুসরতের। আর সেই গ্ল্যামারের আগুনে পুড়ে ছাই হচ্ছেন অভিনেত্রীর পুরুষ ভক্তরা।

তবে এসবের মাঝে আবার স্টেজ শোয়ের মঞ্চেও দেখা যায় নুসরতকে। সম্প্রতি তেমনই একটি স্টেজ শোয়ের মঞ্চে হাজির হয়েছিলেন নুসরত। আর সেখানে তাকে ‛Dum Laga ke Haisha’ সিনেমার ‛Tum Se Mile Dil Me Utha Dard Karara’ গানটি গাইতে শোনা যাচ্ছে। এরপর ‛Jara Jara’, ‛Dhire Dhire se Meri Zindagi Main Aana’ গান গায় অভিনেত্রী। তারই মাঝে আবার নেটিজেনদের সঙ্গে কথোপকথন করতে দেখা যাচ্ছে।

তবে, নুসরতের গলায় গান শুনে একেরপর এক কটাক্ষের বন্যা বয়েছে। কেউ লিখেছেন ‛গানের গলা শুনে অম্বল হয়ে গেল’!। আবার কেউ লিখেছেন ‛এটা কলঙ্কিনী রাধার চেয়েও ডিজগাস্টিং ছিল’। কেউ তো আবার লিখেছেন ‛গান, নাচ একসঙ্গে করতে গিয়ে ক্যান্সার হয়ে গিয়েছে’। ‛Agamani Studio Live’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রকাশ্যে এসেছে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল নুসরতের এই গলা।