×
EntertainmentVideoViral Video

‘একদম ডাইনির মতো লাগছে’! রিল ভিডিও পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের শিকার নুসরত জাহান

Nusrat Jahan: ফের নেটিজেনদের ট্রোলের শিকার নুসরত জাহান (Nusrat Jahan)। আর এবার তাকে নিয়ে কটাক্ষের বিষয় বস্তু হল তার ঠোঁট। আজ্ঞে হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার তার ঠোঁট নিয়েই তাকে নেটিজেনদের ভুরি ভুরি ট্রোলিং সহ্য করতে হয়েছে। যদিও এটা প্রথম নয়, এর আগেও তাকে তার ঠোঁট নিয়ে অনেক মন্তব্যই শুনতে হয়েছে। যা নিয়ে তারই সঞ্চালনা করা শো ‘ইশক উইথ নুসরত’ এ মুখ খুলেছিলেন নায়িকা। জানিয়েছিলেন যে সন্তান হওয়ার কারণে তার শরীরের অনেক কিছুই পরিবর্তন হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat J Ruhii (@nusratchirps)

ঠোঁটের বিষয়টিও সেগুলির মধ্যে একটি। যদিও অনেকেই মনে করেন যে অভিনেত্রী লিপ সার্জারি করিয়েছেন। তবে কি কারণে হঠাৎ আবারও তার ঠোঁট নিয়ে কটাক্ষ করলেন নেটিজেনরা সেটাই ভাবছেন নিশ্চই? আসলে সম্প্রতি নুসরত (Nusrat Jahan) নিজের ইনস্টাগ্রাম (Instragram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে তাকে ফিল্টার ব্যবহার করে রিল করতে দেখা যাচ্ছে। আর ওই ভিডিওতে (Video) অভিনেত্রীর ঠোঁট স্বাভাবিকের তুলনায় অনেকটাই মোটা দেখাচ্ছিল।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat J Ruhii (@nusratchirps)

আর তাই দেখেই নেটিজেনদের বাজে কমেন্টে ভরে যায় নুসরতের (Nusrat Jahan) কমেন্ট সেকশন। কেউ কটাক্ষ করে লিখেছেন যে – ‘এ আপনার ঠোঁট নাকি বেলুন?’। আবার কেউ লিখেছেন যে – ‘একদম ডাইনির মতো লাগছে’। কেউ তো আবার বলেই বসলেন যে ‘বিষাক্ত ঠোঁট’। প্রসঙ্গত গত বছরের ২৬ আগস্ট ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী তথা সাংসদ।

‘একদম ডাইনির মতো লাগছে'! রিল ভিডিও পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের শিকার নুসরত জাহান -

এরপর থেকেই এই সন্তানের পিতা কে সেই নিয়ে বেশ কানাঘুষো চলছিল। যদিও প্রথমদিকে সন্তানের পিতৃ পরিচয় নিয়ে লুকোছাপা করলেও পরে জন্ম সার্টিফিকেটে বাবা হিসেবে উঠে আসে যশ দাশগুপ্তর (Yash Dasgupta) নাম। এরপর তারা নিজেরাই জানিয়েছেন তাদের সম্পর্কের কথা। এই মুহূর্তে তাদের সম্পর্কের সমীকরণ সকলের কাছেই স্পষ্ট।