Nusrat Jahan : টাইট কালো পোশাক পরে জিমে ঘাম ঝরাচ্ছেন সাংসদ-অভিনেত্রী নুসরত, ভাইরাল ভিডিও

আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে শরীরচর্চার ভিডিও শেয়ার করে তাক লাগালেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। কটাক্ষের বন্যায় ভরালেন নেটিজেনরা। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই।
কাজের কারণে সংবাদের শিরোনামে না থাকলেও ব্যাক্তিগত কারণে বরাবর থাকেন বিতর্কের মুখে। এককথায় বলা চলে বিতর্ক ও নুসরত জাহান(Nusrat Jahan) এযেন একই মুদ্রার এপিঠ ওপিঠ।
View this post on Instagram
মাঝেমধ্যেই নিজের উষ্ণ লুক দিয়ে ঝড় তোলেন নেট মাধ্যমে। ব্যক্তিগত জীবনের নানান টানাপোড়েন নিয়ে দীর্ঘদিন যাবত ধরে তিনি উঠে আসছেন সংবাদের শিরোনামে। যদিও এখন সবকিছুই স্পষ্ট সকলের কাছে। আপাতত স্বামী, সন্তান ও কেরিয়ার তিনটেই সমান তালে সামলে চলেছেন অভিনেত্রী। কারোর কাছেই আর কোনো ধোঁয়াশা নেই নুসরতের জীবন নিয়ে।

যশ – নুসরতের (Yash- Nusrat) সম্পর্কের সমীকরণ এখন সকলের কাছেই দিনের আলোর মতো পরিষ্কার। একজন অভিনেত্রী, সাংসদ-র বাইরে গিয়েও নুসরতের (Nusrat Jahan) নতুন একটি পরিচয় হল তিনি ঈশানের মা। তবে, সন্তান হওয়ার পর যতদিন যাচ্ছে ততই যেন গ্ল্যামার উপচে পড়ছে নুসরতের। আর সেই গ্ল্যামারের আগুনে পুড়ে ছাই হচ্ছেন অভিনেত্রীর পুরুষ ভক্তরা।
View this post on Instagram
সম্প্রতি নুসরত (Nusrat Jahan) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার একটি জিম করার ভিডিও (Video) শেয়ার করেছেন। যেখানে তার পরণে রয়েছে কালো রঙের স্পোর্টস ব্রা ও কালো স্কিন টাইট স্ন্যাক্স। আর তার উপর রয়েছে সাদা রঙের জ্যাকেট। ভিডিওর মধ্যে জিমের পর তাকে সবশেষে জলও খেতে দেখা যাচ্ছে। নুসরত ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন যে, ‛আজ ঘাম ঝরালে কাল আরো ভালো থাকবেন’।
Nusrat Jahan Gym Video:
View this post on Instagram
ভিডিও ভাইরাল (Viral) হতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। অনেকেই তাকে দেখে অনুপ্রেরণা পেয়েছেন। আবার বরাবরের মতো কেউ কেউ নোংরা কমেন্ট করতেও ছাড়েননি। কেউ লিখেছেন ‛নারীর সৌন্দর্য্য নারীত্বে। এসব নোংরামিতে না’। আবার কেউ লিখেছেন ‛এটা ফিগার না, ডিসফিগার’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল নুসরতের(Nusrat Jahan) এই ভিডিও (Video)।