পাঠান জ্বরে কাবু! ‘বেশরম রং’ গানে উদ্দাম নাচ সাংসদ-অভিনেত্রী নুসরতের, ব্যাপক ভাইরাল ভিডিও

বর্তমানে ‛পাঠান’ জ্বরে কাবু গোটা দেশ। আর সেই তালিকায় বাদ যায়নি সেলিব্রেটিরাও। এবার দীপিকার ‛বেশরম রং’ গানে মঞ্চ কাঁপালেন নুসরত জাহান (Nusrat Jahan)। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। বিতর্ক ও নুসরত জাহান এই দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। রিল লাইফ বলুন বা রিয়েল লাইফ সব নিয়েই বারংবার সংবাদের শিরোনামে উঠে আসেন এই নায়িকা।
View this post on Instagram
বর্তমানে কাজের কারণে না হলেও তার স্টাইল স্টেটমেন্ট নিয়ে মাঝে মধ্যেই পেজ থ্রির পাতায় উঠে আসেন। এমনকি তাকে নিয়ে কম কটাক্ষ করেননা মানুষজন। যদিও তাতে কুচ পরোয়া নেই অভিনেত্রীর। তিনি নিজের মতো করেই এগিয়ে চলেছেন জীবনপথে। বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে বেশ সুখেই দিন কাটছে তার। আর তারই মাঝে বারেবার তার হট লুকে ঘুম ওড়ে পুরুষ ভক্তদের।
View this post on Instagram
সম্প্রতি এবার হট লুকের পাশাপাশি নুসরতের ডান্সয়ের স্টেপে মন কাড়লো ভক্তদের। এক বিজ্ঞাপনী সংস্থার মুখ হলেন নুসরত। আর সেই অনুষ্ঠানের মঞ্চেই আগুন ধরানো পারফরম্যান্স দেখালেন নায়িকা তথা সাংসদ। আর যা নিজেই শেয়ার করেছেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। নুসরতের পরণে রয়েছে সাদা ঝালর লাগানো নীল রঙের সিকোয়েন্সের টপ ও প্যান্ট। খোলা চুলে গলায় স্টোনের কাজ করা চোকার।
View this post on Instagram
একেবারে মানানসই মেকআপে সুপার গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন ঈশান মাম্মা। ভিডিওর শুরুতেই নুসরত বলছেন হেলদি কিছু পাচ্ছেন না তাই ডালমুট, স্যান্ডউইচ এসব খাচ্ছেন। এরপর মঞ্চে উঠে শাহরুখ ও দীপিকার হিট গান ‛বেশরম রং’-র গানের সঙ্গে তাকে নাচতে দেখা যাচ্ছে। এমনকি নোরা ফাতেহির ‛নাচ মেরি রানী’ গানেও তাকে নাচতে দেখা গিয়েছে। নেটিজেনরা একেরপর এক প্রশংসা করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল নুসরতের এই নাচের ভিডিও