Entertainment

প্রিয়াঙ্কা অথবা দীপিকা নয়, ২৫ কোটির বাড়ির পাশাপাশি ১৫০ কোটির সম্পত্তি আছে এই বলি অভিনেত্রীর

সময় যত এগোচ্ছে ততই বদলে যাচ্ছে বলিউডের (Bollywood) চেনা চিত্রটা। বলিউডের ইতিহাস শতাব্দী পুরনো। এই দীর্ঘ যাত্রায় এসেছে নানান পরিবর্তন। সাক্ষী থেকেছেন আমজনতা। পরিবর্তন এসেছে শ্যুটিং পদ্ধতিতে, প্রযুক্তির ব্যবহারে। বর্তমানে নির্মাতারা বেশিরভাগ ছবি তৈরি করছেন নারী কেন্দ্রিক। ফলে পারিশ্রমিক অনেকটাই বেড়ে গিয়েছে অভিনেত্রীদের। এমন বেশ কিছু অভিনেত্রী রয়েছেন যাদের পারিশ্রমিকের অঙ্কটা অভিনেতাদের তুলনায় অনেকটাই বেশি। ফলে সম্পত্তির দিক থেকেও একে অপরকে ক্রমশ দিয়ে চলেছেন টেক্কা। তবে জানলে হয়তো অবাক হবেন যে, দীপিকা কিংবা প্রিয়াঙ্কা নয়। বলিপাড়ায় সবচেয়ে বেশি সম্পত্তির মালিক অন্য এক অভিনেত্রী।

বর্তমানে যে কয়েকজন নায়িকা দাপট চালাচ্ছেন বলিপাড়ায় তাদের মধ্যে অন্যতম তিনি। সাধারণ মানুষকে তিনি উপহার দিয়েছেন একগুচ্ছ হিট ছবি। কেরিয়ারের পাশাপাশি সমানতালে চালিয়ে যাচ্ছেন সংসারের দায়িত্ব। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই মা হয়েছেন তিনি। আশা করছি বুঝতেই পারছেন কার কথা বলছি। হ্যাঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে কাপুর পরিবারের পুত্রবধূ তথা বলিউড পরিচালক মহেশ ভাটের কন্যা আলিয়া ভাটকে (Alia Bhatt) নিয়ে।

সম্পত্তির নিরিখে বিচার করতে গেলে বলিউডের তাবড় তাবড় নায়িকাদের পেছনে ফেলে দিয়েছেন তিনি। বর্তমানে প্রতি ছবিতে অভিনয় করার জন্য পারিশ্রমিক হিসেবে আলিয়া ভাট নেন 10 কোটি টাকা। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ 560 কোটি টাকা। বিভিন্ন তথ্য থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী মোট 3 টি বাড়ির মালিক তিনি। মুম্বাইয়ের জুহু এবং বান্দ্রায় রয়েছে তাঁর 2 টি ফ্ল্যাট। এছাড়াও বিদেশের মাটিতেও ফ্ল্যাট কিনেছেন তিনি।

তবে কেবলমাত্র বাড়ি নয় অভিনেত্রীর কাছে রয়েছে বিলাসবহুল গাড়ি। অভিনয়ের পাশাপাশি নিজস্ব পোশাক ব্রান্ড খুলেছেন আলিয়া ভাট। নাম ‘অ্যাড এ মামা’। সূত্রের খবর বর্তমানে অভিনেত্রীর কোম্পানির মূল্য 150 কোটি টাকা। তবে এখানেই শেষ নয়। এর পাশাপাশি একটি প্রোডাকশন হাউজের মালিক তিনি। 2019 সালে ইটারনাল সানসাইন নামক একটি প্রযোজনা সংস্থা খুলেছেন নায়িকা। এছাড়াও বিজ্ঞাপনের মুখ দেখিয়ে মোটা অঙ্কের টাকা আয় করেন জনপ্রিয় এই নায়িকা।