Partha-Arpita: এক-দুই নয়, ফ্ল্যাট থেকে উদ্ধার ২১ কোটি টাকা, কে এই পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা?

Partha-Arpita: এই মুহূর্তে রাজ্য রাজনীতি বেশ সরগরম। আর তা পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে (Arpita) নিয়ে। দুদিন আগেও যে নামটা কেউ জানতো না আজ সেই নাম সংবাদের শিরোনামে। তাকে নিয়ে কৌতূহলের শেষ নেই। এরই মধ্যেই শনিবার সকালে গ্রেফতার করা হয় তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। এমনকি গ্রেফতার করা হয়েছে অর্পিতাকেও। যে টাকা একটা মানুষ সারাজীবনেও রোজগার করতে পারেন না সেই টাকা অর্পিতার ফ্ল্যাট থেকে মিলেছে।
View this post on Instagram
দক্ষিণ কলকাতার অভিজাত একটি আবাসনে থাকেন অর্পিতা (Arpita)। ইডি সূত্রের খবর তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকা। শুধু টাকাই নয় ৫০ লাখের গয়নাও তার ফ্ল্যাট থেকে পাওয়া গিয়েছে। আর তারপর থেকে সকলের একটাই প্রশ্ন এত টাকা ও গয়না কি করে এল অর্পিতার কাছে? এমনকি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার কি সম্পর্ক? যদিও এই বিষয়ে একেবারেই কোনো সদুত্তর মেলেনি।
View this post on Instagram
তিনি জানিয়েছেন যে, তার এতকিছুর উৎস তার অভিনয়। ২০০৫ সাল দিয়ে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন। এরপর একের পর এক জনপ্রিয় বাংলা সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। যার মধ্যে রয়েছে ‛পার্টনার’, ‛মামা ভাগ্নে’, ‛জোর যার মুলুক তার’ সহ আরও কয়েকটি ছবি। যেখানে জিৎ, প্রসেনজিৎ সহ জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন।
View this post on Instagram
তবে শুধু বাংলা নয় ওড়িয়া ছবিতেও তাকে দেখা গিয়েছে। এমনকি বছর দুয়েক আগে ২০২০ সালে ‛আমার আর্তনাদ’ সিনেমায়ও কাজ করেছেন অর্পিতা। আর সেখানে অর্পিতা চ্যাটার্জি, অঞ্জনা বসু, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি কাজ করেছেন। এছাড়া নাকতলা উদয়ন সংঘের পুজোর বিজ্ঞাপনেও দেখা গিয়েছে অর্পিতাকে। অর্পিতা-পার্থ (Arpita-Partha) চর্চা তুঙ্গে।